খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ট জেলা প্রশাসক হিসেবে বিবেচিত হয়েছেন।
গত সোমবার(১৮ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ২০২০-২১ অর্থবছরে জাতীয় শুদ্ধাচার কৌশল ও কর্ম পরিকল্পনা বাস্তবায়নে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে বিভাগাধীন জেলা কার্যালয় প্রধান ক্যাটাগড়িতে শুদ্ধাচার পুরস্কার সম্মাননা ও সনদ প্রদান করা হয়।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এ শুদ্ধাচার পুরস্কার সম্মাননা ও সনদ প্রদান করেন।
জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, পরিশ্রম আর স্বচ্ছতাই হচ্ছে আমার এ স্বীকৃতি। ভালো কাজের স্বীকৃতি পেয়ে আনন্দিত। আগের মতো সরকারের অর্পিত সকল দ্বায়িত্ব কর্তব্য নিষ্ঠার সাথে পালন করে যাবো।