স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলার ওলামা বিভাগীয় সেক্রেটারি মাওলানা শেখ আহমদ মজুমদারের সভাপতিত্বে শনিবার সকাল ১১ ঘটিকায় দারুল আইতাম এতিমখানা সম্মেলন কক্ষে ওলামা মাশায়েখদের নিয়ে এক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান। ওলামা মাশায়েখদের উদ্দেশ্য তিনি বলেন, নামাজের মতই দ্বীন প্রচার যে ফরজ তা মানুষদের বুঝাতে হবে। তিনি আরো বলেন,
কোরআন শুধু তেলাওয়াত নয় বরং তা আমলও করতে হবে।
সম্মেলনের প্রধান বক্তা ডক্টর অধ্যক্ষ মাওলানা শাহজাহান আল মাদানী বলেন, পথ হারা মানুষদেরকে ইসলামের পথে দাওয়াত দেওয়ার জন্য আলেম-ওলামাদেরকেই এগিয়ে আসতে হবে। এজন্য তাদেরকে গভীর অধ্যয়নের পাশাপাশি গবেষণাও করতে হবে। তিনি আরো বলেন, আলেমদেরকে শুধু জ্ঞান অর্জন করলেই চলবে না পুঙ্খানুপুঙ্খভাবে তা আমল করতে হবে।
বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন, অধ্যক্ষ মুফতি ফারুক আহমাদ। তিনি বলেন, দ্বীনের দাওয়াতের কাজ কোনোকালে কোন জায়গায় বন্ধ করা যাবে না; যেকোনো পরিবেশে যেকোনো স্থানে এই দাওয়াত জারি রাখতে হবে।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মাওলানা আবুল কালাম। তিনি তার বক্তব্যে বলেন, ওলামা মাশায়েখদেরকে যেকোনো পরিস্থিতিতে আল্লাহ ও তাঁর রাসূলের প্রদর্শিতা পথে পূর্ণরূপে দৃঢ় থাকতে হবে।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলার আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আবুল হোসেন।