স্টাফ রিপোর্টার:
খাগড়াছড়ি জেলা জামায়াতের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসাইন এর নেতৃত্বে গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধিদল।
২৯ নভেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৪টায় খাগড়াছড়ি জেলা সদরের দারুল আইতামে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে খাগড়াছড়ি জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, জেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুর রহমান সহ জেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে ফ্যসিবাদমুক্ত বাংলাদেশে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সকল দেশপ্রেমিক শক্তিকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
এসময় অন্যান্নের মধ্যে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ খাগড়াছড়ি জেলার আহ্বায়ক মোঃ রবিউল সিয়াম, সদস্য সচিব ইব্রাহিম খলিল, শ্রমিক অধিকার পরিষদ খাগড়াছড়ি জেলার আহ্বায়ক মোঃ আইয়ুব নবী, সদস্য সচিব হুমায়ুন কবির, গণঅধিকার পরিষদ খাগড়াছড়ি জেলার সংগঠক তপেন বিকাশ ত্রিপুরা প্রমুখ।