শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কের মাইসছড়ি পুলিশ ফাঁড়ির সামনে বিশেষ অভিযান চালিয়েছেন খাগড়াছড়ি ট্রাফিক পুলিশ।
অভিযানে ফিটনেস বিহীন যানবাহন, প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট না থাকা ,কৃষি কাজে ব্যবহৃত ট্রাক্টর দিয়ে সড়কে মালামাল বহন করায় ৬ টি মামলা এবং সকল পরিবহনের চালক ও যাত্রীদের সড়কের দূর্ঘটনা এড়াতে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে।
খাগড়াছড়ি ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর টিআই(প্রশাসন)সুমন জাহিদ লোভেল এর নেতৃত্বে এই বিশেষ অভিযানে অংশ গ্রহণ করেন সার্জেন্ট তরুন কুমার ও পুলক দেব সহ বেশ কয়েকজন চৌকস জেলা ট্রাফিক পুলিশ সদস্য।
সারজমিনে অভিযান চলাকালীন ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর টিআই (প্রশাসন) জনাব সুমন জাহিদ লোভেলের সাথে বিশেষ অভিযানে বিষয়ে কথা বললে ওনি জানান, আমাদের এ অভিযান চলমান থাকবে, ফিটনেসহীন ও কাগজপত্র বিহীন অবৈধ যানবাহন, ঝুঁকিপূর্ণ বাইক সহ অন্যান্য যানবাহনে যাত্রী বহনের বিরুদ্ধে, সড়কে দূর্ঘটনা এড়াতে কি করণীয় সে বিষয়ে দিক নির্দেশনা ও সেই সাথে আপাতত মামলা দিয়ে সর্তক করে দিচ্ছি, পরবর্তীতে সর্তক না হলে কঠোর হবে ট্রাফিক পুলিশ।