অসীম রায় (অশ্বিনী) বান্দরবান:
২৭ নভেম্বর বুধবার জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলা এর উদ্যোগে জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে “ ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা” আয়োজন করা হয়।
উক্ত স্মরণসভায় বান্দরবান জেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিবৃন্দসহ অন্যান্য সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত থেকে বীর শহিদ পরিবার ও আহতদের প্রতি দোয়া কামনা করা হয়।
স্মরণসভার সভাপতিত্ব করেন শাহ্ মোজাহিদ উদ্দিন, জেলাপ্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা।
জুলাই-আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানে স্মরণসভায় বক্তারা,
জুলাই-আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, ‘শহীদদের রক্তে রাজপথ রঞ্জিত হয়ে দেশ স্বৈরাচারী থেকে মুক্ত হয়েছে।’
বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি তথি ছিলেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চাইথোয়াইয়া, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী। বান্দরবানের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। স্মরণ সভায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।