• শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বাচন কমিশনের পরিপত্রের জটিলতায় গুইমারাতে নতুন ভোটার হতে পারছেনা বাঙালীরা গোয়ালন্দ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ দীঘিনালায় স্কাউটস এর ত্রি- বাষিক কাউন্সিল অনুষ্ঠিত রামগড়ে গভীর রাতে পাহাড় কাটার দায়ে ২ ব্যক্তির তিন লাখ টাকা জরিমানা  মহালছড়ি থানা পুলিশের বিশেষ অভিযান, আওয়ামীলীগ নেতা গ্রেফতার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার সাথে ঢাকায় নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎ বান্দরবানে ৩০ জানুয়ারি উদ্বোধন হতে যাচ্ছে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বান্দরবানে ওএমএস কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক মাইসছড়িতে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান জেলা প্রশাসকের খাগড়াছড়িতে আসছেন সাঈদীর কন্ঠের ওয়ায়েজ মাওলানা গোলাম আযম সিন্দুকছড়ি জোনের মানবিক সহায়তা ও বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা খাগড়াছড়ির দুর্গম জনপদে মাটিরাঙ্গা সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

সাফ জয়ী জাতীয় দলের কৃতি ফুটবলার মনিকা চাকমাকে সংবর্ধনা দিলো লক্ষীছড়ি উপজেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার: / ৫২ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

 

খাগড়াছড়ি প্রতিনিধি :
সাফ জয়ী জাতীয় দলের কৃতি ফুটবলার মনিকা চাকমাকে সংবর্ধনা দিয়েছে লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসন। গতকাল দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য অনিমেয় চাকমা। উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রনব কুমার পোদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ মো: খালেদ, প্রেসক্লাব সভাপতি মো. মোবারক হোসেন, ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রুপন চাকমা প্রমূখ।

নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল টিম। আর এ টিমের অন্যতম খেলোয়ার পার্বত্য জেলা খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দূর্গম জনপদ সুমন্ত পাড়ার বাসিন্দা ম্যাজিকেল চাকমা খ্যাত ‘মনিকা চাকমা’। নিজ উপজেলা সংবর্ধনা পেয়ে খুশি মনিকা।

মনিকা চাকমা বলেন, আমি সত্যিই অভিভূত, আপ্লুত। আমি দেশের জন্য, আপনাদের জন্য লড়াই করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া-আর্শীবাদ করবেন। আমরাই যাতে আগামীতে আপনাদেরকে আরও বিজয় উপহার দিতে পারি এবং বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে আরো সুউচ্চ অবস্থানে নিয়ে যেতে পারি।

উল্লেখ্য ২০২২ সালের পর ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়নশিপ জিতল বাংলাদেশের মেয়েদের দল। নেপালকে ২-১ গোলে পরাস্ত করে তারা দ্বিতীয়বার ট্রফি ঘরে তুলল। ২ বছর আগেও তারা নেপালকে হারিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল।
এর আগে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশীপের বছাই পর্বে মিয়ানমারকে ১-০গোলে হারিয়ে এএফসি‘র চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয় বাংলাদেশের মেয়েরা। কঠিন প্রতিপক্ষ মিয়ানমারকে একমাত্র মনিকার গোলেই হারানো সম্ভব হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ