• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
দাগনভূঞা সরকারি হাসপাতালে আস্থা ফিরেছে রোগীদের – ক্রমান্বয়ে বাড়ছে রোগী, কনসালটেন্ট ও জনবল সংকটে চরমে ইসলামি ফাউন্ডেশন উদ্যোগে মহিলাদের মধ্যে সেলাই মেশিন ও ভাতা প্রদান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিদর্শনের এ.এস.এম এমদাদুল কবীর মাগুরায় সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের জমি দখলের পায়তারা, আতংকে শাপলা হকের পরিবার খাগড়াছড়িতে জেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত  কমলনগর উপজেলার আগামী দুই বছরের জন্য আমির হিসাবে নির্বাচিত হলেন মাওলানা আবুল খায়ের মোল্লাহাটে বিষাক্ত রাসায়নিক জেলি পুশকৃত চিংড়ি জব্দ সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্টিত মণিরামপুরে আমন ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা দীঘিনালায় আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত নারী-শিশু নির্যাতন, মানবপাচার ও যৌতুক প্রতিরোধে রাঙ্গামাটিতে ইফা’র সভা অনুষ্ঠিত কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৬৫০০ টাকা জরিমানা

পাহাড়ি কন্যায় চালু হলো ছাদখোলা বাস

অসীম রায় (অশ্বিনী) বান্দরবান: / ৫৫ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

অসীম রায় (অশ্বিনী) বান্দরবান:

পাহাড়ে ভ্রমণে প্রাকৃতিক পরিবেশকে আরও কাছে টানতে এবং এর সৌন্দর্য অবলোকনে সুবিধার জন্য বান্দরবানে এবার পর্যটকদের জন্য চালু হচ্ছে ছাদখোলা বাস।

বান্দরবান সদরের স্বনামধন্য আবাসিক হোটেল হিলভিউ-এর পক্ষ থেকে পর্যটকদের ভ্রমণের সুবিধার্থে এই ছাদখোলা বাস সার্ভিসের যাত্রা শুরু ।

এই সার্ভিসের মাধ্যমে এখন থেকে বান্দরবান ভ্রমণে যাওয়া পর্যটকরা জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন।

বান্দরবান জেলা সদরের প্রবেশমুখ হোটেল হিলভিউ-এর পক্ষ থেকে এই পর্যটকবাহী ছাদখোলা বাসটি পরিচালনা করা হবে।

ছাদখোলা বাসে ৩১টি আধুনিকমানের সিট সংযোজন করা হয়েছে।
আরো জানা যায়, প্রতিদিন সকাল ৭টায় এই বাস হিলভিউ-এর সামনে থেকে পর্যটকদের নিয়ে সুদৃশ্য পাহাড়ি পথ অতিক্রম করে শৈলপ্রপাত,চিম্বুক, ভিউ পয়েন্ট ও নীলগিরি পর্যটনকেন্দ্র ভ্রমণ করবে এবং ভ্রমণ শেষে আবার দুপুর নাগাদ পর্যটকদের হোটেল হিলভিউয়ের সামনে এসে নামাবে।

এই রুটে ভ্রমণের জন্য জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা আর ৫ বছরের নিচে সবার জন্য ভাড়া ফ্রি।

জানা যায়, বিকেলে আবার এই বাসে করে পর্যটকরা ভ্রমণ করতে পারবে বান্দরবানের মেঘলা আর নীলাচল পর্যটনকেন্দ্রে।

রুটে ভ্রমণের জন্য জনপ্রতি ভাড়া নির্ধারণ হয়েছে ২০০ টাকা। প্রতিটি পর্যটনকেন্দ্রে পর্যটকরা ৩০ মিনিট থেকে এক ঘণ্টা ভ্রমণের সুযোগ পাবে আর তাদের সার্বিক নিরাপত্তায় দক্ষ সুপারভাইজার একজন গাইড হিসেবে কাজ করবেন।
হোটেল হিলভিউ-এর ম্যানেজার পারভেজ জানান, পর্যটকদের বান্দরবান ভ্রমণের জন্য প্রাথমিক পর্যায়ে একটি ছাদখোলা বাস তৈরি হয়েছে এবং দ্রুত সময়ে বাসটিতে পর্যটকরা ভ্রমণ করে বান্দরবানের অপরূপ সৌন্দর্য উপভোগ করে নতুনভাবে বান্দরবানকে কাছে পাবে।

তিনি জানান, ৩১টি আধুনিকমানের সিটের এই ছাদখোলা বাসে নিরাপত্তার জন্য বাসে সংযুক্ত করা হয়েছে অগ্নিনির্বাপক যন্ত্র, মেডিকেল টুলস আর একজন দক্ষ চালক ও সুপারভাইজার সার্বক্ষণিক নিয়োজিত থাকবে পর্যটকদের সেবায়।

হোটেল হিলভিউ-এর স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী কাজল কান্তি দাশ জানান, বান্দরবানে প্রতিদিনই প্রচুর পর্যটক ভ্রমণ করেন। তারা চান পাহাড়, প্রকৃতি আর এখানকার নৈসর্গিক সৌন্দর্যকে খুব কাছ থেকে উপভোগ করতে। তাই পর্যটকদের বিনোদনে নতুন মাত্রা যোগ করতে এই ছাদখোলা বাসের যাত্রা শুরু হচ্ছে।

হোটেল হিলভিউ-এর স্বত্বাধিকারী কাজল কান্তি দাশ বাংলানিউজকে আরো জানান,পর্যটকদের ভ্রমণের সুবিধার্থে প্রথম পর্যায়ে একটি বাস চালু করা হচ্ছে,পর্যায়ক্রমে আরো বাস যুক্ত করা হবে।

বেড়াতে আসুন বান্দরবানে পর্যটকদের জন্য চালু হল ছাদ খোলা বাস। যা খোলা ছাদ থেকে দেখা মিলবে পাহাড়ে মেঘের মিতালী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ