• মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বরকলে ছাত্র অধিকার পরিষদ’র ভূষণছড়া ইউনিয়ন কমিটি গঠিত প্রণোদনা ও আইন দিয়েও ঠেকানো যাচ্ছেনা লামা-আলীকদমে জ্যামিতিক হারে বাড়ছে তামাক চাষ রামগড় ৪৩ বিজিবির অভিযানে চারশ কার্টুন ভারতীয় সিগারেট জব্দ রামগড়ে জাতীয় ভোটার দিবস পালিত জাতীয় ভোটার দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি খাগড়াছড়িতে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত দীঘিনালায়  জাতীয় ভোটার দিবস পালিত পবিত্র রমজান মাসে বাজারে দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং করছে খাগড়াছড়ি জেলা প্রশাসন ব্যাপক উৎসাহ উদ্দিপনায় মহালছড়িতে পালিত হলো জাতীয় ভোটার দিবস-২০২৫ আসন্ন পবিত্র রমজান মাসে বাজারে দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত নবাবপুর ইউপি চেয়ারম্যান’র দায়িত্ব গ্রহণের ৩ বছর পূর্তিতে খতমে কুরআন ও দোয়া মাহফিল পানছড়িতে ৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

৫৫ বছরে পে‌লেন হৃদয় নিংড়া‌নো ভালোবাসা -একে এম মকছুদ আহমদ

অসীম রায় (অশ্বিনী) বান্দরবান: / ৭৬ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

অসীম রায় (অশ্বিনী) বান্দরবান:

পাহা‌ড়ের কিংবদ‌ন্তি ও চারণ সাংবাদিক দৈ‌নিক গি‌রিদর্পন প‌ত্রিকার সম্পাদক একে এম মকছুদ আহমদ এর সাংবা‌দিকতায় ৫৫ বছ‌রে পদার্পন উপল‌ক্ষ্যে সুধী সংলাপ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

দৈ‌নিক গি‌রিদর্পন প‌ত্রিকার সম্পাদক একে এম মকছুদ আহমদ এর সাংবা‌দিকতায় ৫৫ বছ‌রে পদার্পন উপল‌ক্ষ্যে সুধী সংলাপে অতিথিরা।

পার্বত্য চট্টগ্রা‌মের গোড়াপত্ত‌ন, ইতিহাস, ঐ‌তিহ্য, উত্থান পতনে জীবন্ত স্বাক্ষী বলা হয় একে এম মকছুদ আহ‌মেদ। ৮১ বছ‌রে এসেও এখনও তরতাজা যুবক। সমা‌জের নির্যা‌তিত, নি‌পি‌ড়িত অন্যায় শোষ‌নের বিরু‌দ্ধে কলম চ‌লে‌ছে বিরামহীনভা‌বে। তাও টানা ৫৫ বৎসর। দীর্ঘ এই পথচলার বিশেষ মুহু‌র্তে এসে সহকর্মী থে‌কে শুরু ক‌রে সর্বস্ত‌রের অ‌ভিভুত হৃদয় নিংড়া‌নো ভা‌লোবাসা পে‌লেন তি‌নি।

১৬ ই নভেম্বর শ‌নিবার রাঙামা‌টি প্রেস ক্লাব হলরু‌মে আ‌য়ো‌জিত সুধী সংলা‌পে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হো‌সেন খান।

রাঙামা‌টি ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, পুলিশ সুপার ড এস এম ফরহাদ হোসেন, সদর জোন কমান্ডার লে. কর্নেল এরশাদ হোসেন, রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, প্রেস ক্লাব সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুন ভট্টাচার্য্য প্রমুখ।

পাহাড়ের সাংবা‌দিকতায় এক ও অনন্য নাম একে এম মকছুদ আহ‌মেদ। তি‌নি একসময় ঝু‌ঁকি নি‌য়ে পাহা‌ড়ে সাংবা‌দিকতা শুরু ক‌রে‌ছেন ব‌লেই পাহা‌ড়ের সাংবা‌দিকতা আজ সমাদৃত। চারণ এই সাংবা‌দি‌কের হাত ধ‌রেই আজ অ‌নেক গুনী সাংবা‌দিকতার বিচরণ।

বক্তারা এক‌মত প্রকাশ ক‌রে ব‌লেন, ‌তি‌নি এখনও অদম্য, তার কলম এখনও ক্ষুরধার। গুনী এই সাংবা‌দিক‌কে যেন রাষ্ট্রীয়ভা‌বে সম্মান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ