অসীম রায় (অশ্বিনী) বান্দরবান:
পাহাড়ের কিংবদন্তি ও চারণ সাংবাদিক দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক একে এম মকছুদ আহমদ এর সাংবাদিকতায় ৫৫ বছরে পদার্পন উপলক্ষ্যে সুধী সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক একে এম মকছুদ আহমদ এর সাংবাদিকতায় ৫৫ বছরে পদার্পন উপলক্ষ্যে সুধী সংলাপে অতিথিরা।
পার্বত্য চট্টগ্রামের গোড়াপত্তন, ইতিহাস, ঐতিহ্য, উত্থান পতনে জীবন্ত স্বাক্ষী বলা হয় একে এম মকছুদ আহমেদ। ৮১ বছরে এসেও এখনও তরতাজা যুবক। সমাজের নির্যাতিত, নিপিড়িত অন্যায় শোষনের বিরুদ্ধে কলম চলেছে বিরামহীনভাবে। তাও টানা ৫৫ বৎসর। দীর্ঘ এই পথচলার বিশেষ মুহুর্তে এসে সহকর্মী থেকে শুরু করে সর্বস্তরের অভিভুত হৃদয় নিংড়ানো ভালোবাসা পেলেন তিনি।
১৬ ই নভেম্বর শনিবার রাঙামাটি প্রেস ক্লাব হলরুমে আয়োজিত সুধী সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
রাঙামাটি ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, পুলিশ সুপার ড এস এম ফরহাদ হোসেন, সদর জোন কমান্ডার লে. কর্নেল এরশাদ হোসেন, রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, প্রেস ক্লাব সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুন ভট্টাচার্য্য প্রমুখ।
পাহাড়ের সাংবাদিকতায় এক ও অনন্য নাম একে এম মকছুদ আহমেদ। তিনি একসময় ঝুঁকি নিয়ে পাহাড়ে সাংবাদিকতা শুরু করেছেন বলেই পাহাড়ের সাংবাদিকতা আজ সমাদৃত। চারণ এই সাংবাদিকের হাত ধরেই আজ অনেক গুনী সাংবাদিকতার বিচরণ।
বক্তারা একমত প্রকাশ করে বলেন, তিনি এখনও অদম্য, তার কলম এখনও ক্ষুরধার। গুনী এই সাংবাদিককে যেন রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।