• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
কাপ্তাই বিএসপিআই এ কাফনের কাপড় মাথায় বেঁধে সাধারণ শিক্ষার্থীদের গণমিছিল  মাটিরাঙার বড়নালে ঐতিহ্যবাহী ‘ধ’ খেলায় মেতেছে মারমা জনগোষ্ঠি রাঙামাটিতে পিসিসিপি’র বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত  ইয়াবা কারবারি দুই সহোদর গ্রেপ্তার, অধরা মুল হোতা! বৈসাবির রঙ্গে রঙ্গিন পাহাড়…গুইমারাতে বর্ণাঢ্য সাংগ্রাই র‌্যালিতে নিজস্ব ঐতিহ্য তুলে ধরলো মারমা সম্প্রদায় খাগড়াছড়ি বন বিভাগ বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর প্রাকৃতিক বনে অবমুক্ত করে সাংগ্রাইকে স্বাগত জানিয়ে মানিকছড়িতে মঙ্গল শোভাযাত্রা কাপ্তাইয়ে সিক্স এ সাইড প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন  গুইমারায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যুবদল নেতা রবিউলের শয্যাপাশে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে মারমা নববর্ষ মাহাঃ সাংগ্রাই পোয়েঃ উদযাপন রাঙ্গুনিয়ায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সুর এবং ছন্দের তালে মাতোয়ারা দর্শক     

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজার সাথে -আলীকদম সাংবাদিকদের মতবিনিময়

অসীম রায় (অশ্বিনী) বান্দরবান: / ১১০ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

অসীম রায় (অশ্বিনী) বান্দরবান:

বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজার সাথে আলীকদম উপজেলার স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২ রা নভেম্বর শনিবার আলীকদম রূপমুহুরী রিসোর্টে এ মতবিনিময় হয়।

আলীকদম উপজেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় উঠে আসে বিদ্যুৎ সমস্যা, শিক্ষার প্রসার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং এলাকার সার্বিক উন্নয়ন।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাশুক আহমদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জুলফিকার আলী ভূট্টো। স্থানীয় সাংবাদিকদের মধ্যে ছিলেন আলীকদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম রিপোর্টার্স ক্লাবের সভাপতি শুভ রঞ্জন বড়ুয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জিয়া উদ্দিন জুয়েল, সুপ্রভাত বাংলাদেশ প্রতিনিধি হসান মাহমুদ, আজকের পত্রিকা ও বাংলাদেশ বেতার প্রতিনিধি মোঃ শাহ আলম, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি প্রশান্ত দে, কালবেলা’র প্রতিনিধি সুজন চৌধুরী, দৈনিক রূপালী বাংলাদেশে প্রতিনিধি সুহৃদয় তঞ্চঙ্গ্যা, দৈনিক সাঙ্গু প্রতিনিধি সুশান্ত তঞ্চঙ্গ্যা ও দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন প্রমুখ।

জাবেদ রেজা বলেন, আলীকদমের বিদ্যুৎ সমস্যা সবসময় লেগে থাকে। আমি বিষয়ে বিদ্যুৎ বিভাগের লামা আবাসিক প্রকৌশলীর সাথে আলাপ করেছি।

এ বিষয়ে আশু করণীয় সম্পর্কে তিনি সাংবাদিকদের মতামত জানতে চান। এছাড়াও বিএনপির এ নেতা এলাকার সার্বিক পরিস্থিতি দলনিরপেক্ষভাবে সংবাদপত্রে তুলে ধরার সাংবাদিকদের আহ্বান জানান। মতবিনিময় সভায় আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি প্রেক্ষাপট উঠে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ