• মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
বিপন ত্রিপুরাকে সভাপতি ও দীপক ত্রিপুরা কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠিত গোয়ালন্দে  খাজনা আদায়ে বাঁধার ও চাদার দাবী অভিযোগে সংবাদ সম্মেলন কাপ্তাইয়ে উপকারভোগীদের সাথে মতবিনিময় করলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান রামগড় স্বাস্থ্যকমপ্লেক্সে পানির ফিল্টার ও সোলার প্যানেল প্রদান রামগড় ৪৩ বিজিবি উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরন কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত  খাগড়াছড়িতে জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিকল্প আয়ের মাধ্যমে জলাশয়ের মাছের ভারসাম্য রক্ষার উদ্যোগ শেখ হাসিনা দেশের হাজার কোটি টাকা পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করেছে…. চরমোনাই পীর রাজবাড়ীতে প্রবাসীকে কুঁপিয়ে হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার লংগদুতে ৩৭ বিজিবির জোনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার লংগদু সরকারি মডেল কলেজের নতুন অধ্যক্ষকে সংর্বধনা

চিন্ময় ব্রহ্মচারীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ

অসীম রায় (অশ্বিনী) বান্দরবান: / ১২৩ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

অসীম রায় (অশ্বিনী) বান্দরবান:

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের সমন্বয়কবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে বান্দরবানে ১ লা নভেম্বর শুক্রবার বিকালে সনাতনী সম্প্রদায়ের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৮জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ করেছে সনাতনী নারী ও পুরুষেরা।

বান্দরবান প্রেসক্লাবের সামনে জেলার সকল সনাতনী সংগঠনের ব্যানারে শত শত সনাতনী নারী পুরুষ ভক্ত জড়ো হয়ে বিভিন্ন ফ্যাস্টুন নিয়ে এই বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা, সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় নেতা ও আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৮জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের তীব্র প্রতিবাদ জানান এবং দ্রুত এই মামলা প্রত্যাহারের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

বক্তারা বলেন, দেশে কোন পট পরিবর্তন হলে সনাতনী ধর্মালম্বীদের ওপর নানাভাবে জুলুম ও অত্যাচার শুরু হয়ে যায়, আর এই সময়ে যারা সমাজে বিশৃঙ্খলা করছে তাদের দ্রুত গ্রেফতার করতে হবে এবং সনাতনীরা যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে তার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন মানববন্ধন আয়োজকেরা।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে আয়োজকদের পক্ষে সুমন দাশ বলেন, বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ এর উথাপিত ৮টি দাবি অবিলম্বে সরকারকে মেনে নেওয়ায় আহবান জানান। দাবীগুলোর মধ্যে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন, সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন, শারদীয় দুর্গাপূজায় ৫দিনের ছুটি প্রদান,সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করা ,সংখ্যালঘু নির্যাতনের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনবার্সনের ব্যবস্থা করা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করা, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন করার জোর দাবি রয়েছে।

এদিকে বিক্ষোভ সমাবেশ শেষে সনাতনী নারী ও পুরুষেরা জয় শ্রী রাম, জয় শ্রী রাম ধ্বনিতে বান্দরবানের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দিরের সামনে গিয়ে কর্মসূচীর সমাপ্ত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ