ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় খাগড়াছড়ি বিএনপির জেলা কার্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করে শরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এবং পরে খাগড়াছড়ি শাপলা চত্বর মুক্ত মঞ্চে কেক কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
জাতীয়তাবাদী যুব দল খাগড়াছড়ি জেলা যুব দলের সভাপতি মাহাবুব আলম সবুজের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি আসনের সাবেক সাংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভুইঁয়ার।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপি অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী। পাহাড়কে অশান্ত রাখতে আওয়ামী পন্থী ফ্যাসিস সরকারের একটি মহল পায়তারা করতে। তাদের মাথা নাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। আওয়ামী গত ১৫ বছর ধরে জেলা পরিষদ থেকে শুরু সব ক্ষেত্রে সিন্ডিকেট তৈরি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে। এবং আমাদের শান্তিতে ঘুমাতে দেয়নি। বিভিন্ন হামলা মামলায় জরিয়ে হয়রানি করেছে। সাধারণ মানুষ বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছে। বিএনপি সাধারণ জনগণদের সাথে নিয়ে নির্বাচনে আসতে চাই। জনগণের জন্য কাজ করবে বিএনপি। দেশের জন্য কাজ করবে বিএনপি।
আলোচনা সভায় জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক মো.আনিসুল আলম অনিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আবছার, সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আবদুর রউফ রাজা।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জেলার সকল সহযোগী সংগঠন ও নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।