অসীম রায় (অশ্বিনী) বান্দরবান:
বান্দরবানের সুয়ালক ইউপির ভাগ্যকুল এলাকায় চলছে অবৈধ বালি উত্তোলনের মহোৎসব। এসব বালি উত্তোলনকারীদের বাধাপ্রদান করলে উল্টো ইউপি সদস্যসহ স্থানীয়দের প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে।
২৬ শে অক্টোবর শনিবার বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউপির ৯ নম্বর ওয়ার্ড ভাগ্যকুল এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভাগ্যকুল এলাকার এক মাত্র পানির উৎস চাপ্রু ছড়া বা ঝিরি। দীর্ঘদিন ধরে ক্রমাগত অবৈধ বালি উত্তোলনের ফলে ঝিরিটি খালে পরিনত হয়েছে। খালের গর্ভে বিলিন হয়েছে অন্তত ১০ টিরও বেশি বসত ঘর। এছাড়া চাষাবাদের জমিও বিলিন হয়েছে কয়েক একর। সম্প্রতি দেশের অদ্ভুত পরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে চট্টগ্রামের সাতকানিয়া ছদাহ ইউপির সাবেক মেম্বার আইয়ুব, নজুরুল, জিয়াবুলসহ অন্তত অর্ধশত সশস্ত্র লোকজন বান্দরবানের ভাগ্যকুল চপ্রু ঝিরি থেকে ড্রেজার দিয়ে জোরপূর্বক বালি উত্তোলন করছে।
ইউপি সদস্যসহ স্থানীয়রা বাধাদিলে ইউপি সদস্য ও বাধাপ্রদানকারীদের গুলি করে হত্যার হুমকি ধামকি দিয়ে চলেছে। পরে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান উক্যানু মারমা ও বান্দরবান সদর ইউএনও উম্মে হাবীবা মীরাকে বিষয়টি জানানো হলে প্রশাসনের পক্ষ থেকে একজন সার্ভেয়ার এসে তাদের নিষেধ করলেও কোন রুপ তোয়াক্কা না করে বালি উত্তোলন করে চলেছে।
এছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.আরিফের নেতৃত্বে আলম শরিফ, নাছিরসহ আরও কয়েক জনের সংঘবদ্ধ একটি চক্র বাবুর্চি পাড়া এলাকার ওই ঝিরি থেকে বালি উত্তোলন করেছিল। যা প্রশাসনের হস্তক্ষেপে গত তিন দিন ধরে বন্ধ রেখেছে।
স্থানীয় বাসিন্দা সোলেইমান জানান, ঝিরি থেকে বালি উত্তোলনে বাধা দেয়ায় ইউপি সদস্য দুলু মিয়া ও তাকে প্রতিনিয়ত হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। সর্বশেষ আজ সকালে বান্দরবান শহরে যাওয়ার জন্য যাত্রা করলে তাকে হত্যার উদ্দেশ্যে প্রন্তিক লেক এলাকায় বালি উত্তোলনকারীরা ওৎ পেতে আছে বলে স্থানীরা তাকে জানায়। পরে এই বিষয়টি স্থানীয় পুলিশ ও ইউএনওকে জানিয়েছেন বলে জানান তিনি।
মো. আরিফ জানান, আগে এই চাপ্রু ঝিরি থেকে বালি উত্তোলনে সম্পৃক্ত থাকলেও বর্তমানে তিনি এতে যুক্ত নেই। সোলেইমানকে মারধর বা হত্যার উদ্দেশ্যে ওৎ পাতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সাতকানিয়া ছদাহ’র বালি উত্তোলনকারীরা ভালো লোক নয় এবং ওৎ পেতে থাকার বিষয়টি অসম্ভব কিছু নয়। কারন গতকাল থেকে বালি উত্তোলনকারীরা এলাকায় বিভিন্ন হুমকি-ধমকি দিচ্ছেন বলে জানান তিনি।
বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউপির ভাগ্যকুল ৯ নম্বর ওয়ার্ড মেম্বার দুলু মিয়া জানান, চাপ্রু ঝিরি থেকে ড্রেজার মিশিন দিয়ে অবৈধ ভাবে বালি উত্তোলন করতে নিষেধ করায় উত্তোলনকারীরা তাকে গুলি করে হত্যা করার হুমকি ধমকি দেয় বলে অভিযোগ করেন তিনি।
সুয়ালক ইউপির সাবেক চেয়ারম্যান উক্যানু মারমা জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে বালি উত্তোলনকারীদের নিষেধ করা হলেও তারা কোনোরুপ তোয়াক্কা না করে বালি উত্তোলন অব্যাহত রেখেছে।
বান্দরবান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবীবা মীরা জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে লোক পাঠিয়ে নিষেধ করা হয়েছিল। তবুও তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।