আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াজত আলীর বিদায় সংর্বধনার আয়োজন করেন মাধ্যমিক শিক্ষক পরিবার।
২৭ অক্টোবর রোববার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হল রুমে বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা একাডেমি সুপারভাইজার রেহেনা মোস্তফা`র সঞ্চালনায় ও যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী।
অতিথি ছিলেন, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কল্যাণ সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আজিজুল হক খোকন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. বেলায়েত হোসেন। বক্তব্য রাখেন, রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আতাউল্ল্যাহ, তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদিপ কুমার নাথ, ডাইনছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওবায়দুল হক, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংশেপ্রু মারমা, বড়ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহমেদ, গাড়ীটানা নিন্মমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ন কবির, দক্ষিণ চেঙ্গুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মো. বেলাল উদ্দীন, মানিকছড়ি দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো. সাইফুউদ্দিন ও মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান প্রমূখ।
উল্লেখ ২০২০ সালে মানিকছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদানের পর সম্প্রতি তিনি ঢাকা সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে বদলী হন। কর্মস্থলে যোগদানের পর তিনি বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের সংগঠন “মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কল্যাণ সমিতির” কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়।