শফিক ইসলাম, মহলছড়ি প্রতিনিধি :
চুরি হওয়ার ৩ ঘন্টার মধ্যে চোরদেরকে গুপ্তচর তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল ২৩ ই অক্টোবর বুধবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করেন খাগড়াছড়ি মহালছড়ি থানা পুলিশের সহযোগীতায় মহালছড়ি থানাধীন মহালছড়ি বাজারের মাস্টার পাড়া ও কলাবাজার এলাকা হতে আনুমানিক রাত ০১.৪৫ ঘটিকার তাদের গ্রেফতার করা হয়।
খাগড়াছড়ি সদর থানা পুলিশ সার্বিক প্রচেষ্টায় মামলার প্রকৃত রহস্য উদঘাটন ও চোরাইকৃত লাল ও কালো রংয়ের সুজুকি কোম্পানীর মোটরসাইকেলসহ ঘটনার সহিত জড়িত আসামীদের দ্রুততম সময়ে অর্থাৎ মামলা রুজুর ০৩ ঘন্টার মধ্যে গ্রেফতার করা সক্ষম হয়েছে।
গ্রেফতার কৃত আসামীরা হলেন ১.মোঃ আব্দুল কাদের (২৬), পিতা- আবুল কালাম, সাং- মাস্টারপাড়া, ০৪নং পৌর ওয়ার্ড, থানা-রামগড়, জেলা-খাগড়াছড়ি বর্তমানে-সবুজবাগ খাগড়াছড়ি সদরে বসবাস করেন, ২.আব্দুল কাদের (৩৯), পিতা-মৃত আবুল কালাম, সাং- মাস্টারপাড়া, ০৩নং ওয়ার্ড, থানা-মহালছড়ি, জেলা- খাগড়াছড়ি ৩. মোঃ মনসুর (৩৮), পিতা-মৃত মোহাম্মদ সওদাগর, সাং- কলাবাজার (কামারপট্টি) ০১নং ওয়ার্ড,থানা- মহালছড়ি, জেলা-খাগড়াছড়ি পার্বত্য জেলা।
আটককৃতরা সবাই খাগড়াছড়ি সদর থানায় আছে, আজকে তাদের কোর্টে চালান করা হবে বলে জানা যায় এবং এদের সাথে আর কারা যুক্ত আছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে পুলিশের পক্ষ থেকে বলে জানা যায়।