চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ শাকিল। তিনি কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
মোহাম্মদ শাকিল ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং কক্সবাজার সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর উচ্চশিক্ষার জন্য চট্টগ্রামে যান এবং বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। সেখান থেকে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে তাঁর পেশাগত জীবন শুরু হয়।
২০১৮ সালে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং ২০২২ সালে বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এ ছাড়া, মোহাম্মদ শাকিল ২০২৪ সালে চট্টগ্রাম আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন এবং জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী হিসেবেও কাজ করেন। সম্প্রতি তিনি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।
ব্যক্তিজীবনে তিনি মোকতুল হোসেন ও মরহুমা গোল ফেরাজ বেগমের সর্বকনিষ্ঠ সন্তান। তাঁর এই অর্জনে কক্সবাজারবাসীসহ সকল শুভাকাঙ্ক্ষীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।