• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে মহালছড়ি ও মাইসছড়ি বিএনপির বিক্ষোভ মিছিল মহালছড়িতে সামাজিক সংস্কার আন্দোলনের ব্যানারে শীতার্তদের কম্বল বিতরণ রংপুরে ২য় বারের মতো আয়োজিত হয়ে গেলো ” কিরন পেজেন্টস এন,ইউ,এস,ডি,এফ দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫ বান্দরবানে নানান আয়োজন চলছে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা ফের স্থলমাইন বিস্ফোরণে নাইক্ষংছড়িতে এক কিশোরের পা উড়ে গেল শেষ হলো বান্দরবান-র  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মহালছড়িতে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান উপজেলা বিএনপির লামায় নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় নানা আয়োজনে রাজস্থলীতে সরস্বতী পূজা অনুষ্ঠিত খাগড়াছড়িতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মতবিনিময় অনুষ্ঠিত খেলাধুলা একটি জাতির উন্নতির অন্যতম মাধ্যম- বলেন -লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান আওয়ামী সরকারের রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে খাগড়াছড়িতে মশাল মিছিল

রাঙ্গামাটিতে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে জেলা শিক্ষা অফিসারের সাথে সনাক – টিআইবি’র অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত        

মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার (রাঙ্গামাটি) / ১৫৮ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার (রাঙ্গামাটি)

শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে রাঙ্গামাটি জেলা শিক্ষা অফিসারের সাথে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে (২২ অক্টোবর) জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার আলোচ্যসূচির আলোকে বলেছেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের এসএসসি ফলাফলে পাশের হার বৃদ্ধিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিভাকদের সচেতন ও পরিকল্পনা করতে হবে। তিনি আরো বলেন, দূরবর্তী বিদ্যালয়ের মোবাইল নেটওয়ার্ক সমস্যা, যোগাযোগ সমস্যা সত্ত্বেও শিক্ষক সংকট দূরীকরণ, বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পাহাড়ী ভাতা চালু করা, পর্যাপ্ত জনবল নিয়োগ, শিক্ষকদের প্রশিক্ষণ ইত্যাদির মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ঘটাতে হবে।

সনাক সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা এর সভাপতিত্বে টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর বেনজিন চাকমা এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সনাক সদস্য ও শিক্ষা উপ কমিটির আহবায়ক অঞ্জুলিকা খীসা। তিনি প্রকল্প সম্পর্কে সভাকে অবহিত করেন। তিনি বলেন, প্রকল্পের লক্ষ্য হচ্ছে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের জন্য দুর্নীতি হ্রাস এবং সেবা প্রদান কার্যক্রমে শুদ্ধাচার বৃদ্ধি। প্রকল্পের বাস্তবায়নে খাতসমূহ যেমন-স্বাস্থ্য, শিক্ষা, ভূমি ও পরিবেশ ইত্যাদি খাতের সাথে কাজ করছে বলে সভাকে অবহিত করেন। তিনি মাধ্যমিক বিদ্যালয়ে এসিজি’র মাধ্যমে কমিউনিটি অ্যাকশন সভা ও কমিউনিটি মনিটরিং এর মাধ্যমে চিহ্নিত ইস্যুর আলোকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে অ্যাডভোকেসি সভা এবং জেলা শিক্ষা অফিসারের সাথে অ্যাডভোকেসি সভার মাধ্যমে কিভাবে জেলার সকল বিদ্যালয়ে এমপ্লিফিকেশন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সনাকের পক্ষ থেকে বক্তারা রাঙ্গামাটিতে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এবং ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) সদস্যদের কমিউনিটি অ্যাকশন সভা ও কমিউনিট মনিটরিং এর মাধ্যমে প্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরেন। নিয়মিত অভিভাবক সমাবেশ করা, বিদ্যালয়ের বাউন্ডারি পরিস্কার পরিচ্ছন্ন রাখা, ক্লাস রুটিন অনুসারে পাঠদান করানো, এসেম্বলিতে অনুপ্রেরণামূলক সেশন (সুশাসন, দুর্নীতি না করা, মাদকদ্রব্য সেবন না করা ইত্যাদি) পরিচালনা করা, ছাত্র-ছাত্রীদের বিদ্যালয় চলাকালীন মোবাইল ব্যবহার না করা, ছাত্র ছাত্রীদের জন্য আলাদা ওয়াশবøক তৈরি করা ইত্যাদি বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। জেলা শিক্ষা অফিসার এ বিষয়ে সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করবেন বলে আস্বস্ত করেন।

সভাপতির বক্তব্যে প্রফেসর বাঞ্ছিতা চাকমা বলেন, সনাক দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সচেতন করে তোলার চেষ্টা করে। প্যাকটা প্রকল্প তেমনি একটি প্রকল্প যা দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সচেতন করতে কাজ করছে। এ প্রকল্পের আওতায় আমরা অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে কাজ করছি। প্যাকটা প্রকল্পের অধীনে কমিউনিটি মনিটরিং এর মাধ্যমে প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং দুর্নীতি কমবে বলে আমরা আশা করি। সভায় আব্দুল আলী একাডেমির প্রধান শিক্ষক নজরুল ইসলাম চৌধুরী, এসিজি বড়াদম সুরবালা স্মৃতি বিদ্যাপীঠ এর এসিজি সমন্বয়কারী প্রিভেল চাকমা, শহীদ আব্দুল আলী একাডেমি এসিজি সমন্বয়কারী মাসুদ রানা রুবেল, সনাক সদস্য গৈরিকা চাকমা ও সীমা দেওয়ান প্রমূখ বক্তব্য প্রদান করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ