আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’র শিক্ষা কর্মসূচির আওতাভুক্ত খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ঝড়েপড়া রোধে (৬ষ্ঠ-৮ম শ্রেণি) শিক্ষার্থীদের বিশেষ শ্রেণী কার্যক্রমে অংশ নেওয়া শিক্ষার্থী অভিভাবকদের নিয়ে উপজেলার তিনটহরী উচ্চ বিদ্যালয় ও বড়ডলু উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) উপজেলার তিনটহরী উচ্চ বিদ্যালয়ের হল কক্ষে প্রধান শিক্ষক সুদিপ কুমার নাথের সভাপতিত্বে ও আশা’র উপজেলা শিক্ষা সুপারভাইজার মাহমুদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আশা’র চট্টগ্রাম বিভাগীয় শিক্ষা অফিসার মো. আরিফুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশা’র মানিকছড়ি শাখার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার অরুন কুমার দে, বড়ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহম্মেদ, শিক্ষক মো. আনোয়ার হোসেন, আলমাছ মিয়া ও মো. শাহরিয়ার প্রমূখ।
বিকেল ৩টায় উপজেলার বড়ডলু উচ্চ বিদ্যালয়ের হল কক্ষে প্রধান শিক্ষক মো. বশির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অভিভাবক সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া। পৃথক সমাবেশে দুইশতাধিক অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তব্যে আশা’র সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ‘২০১১ সাল থেকেই আশা শিক্ষা কর্মসূচির মাধ্যমে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে কাজ করে আসছে। প্রাথমিক বিদ্যালয়ের (শিশু-৫ম) শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে পাঠদান কেন্দ্র ও দেশব্যাপী মাধ্যমিক বিদ্যালয়ে (৬ষ্ঠ-৮ম) শ্রেণির পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও ঝরে পড়া রোধে কাজ করছে। বিগত এক দশকেরও বেশি সময় ধরে প্রত্যন্ত জনপদের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা আশা শিক্ষা কর্মসূচির সুফল পাচ্ছে’। আগামিতে ৯ম ও ১০ম শ্রেণিতে ঝরে পড়া শিক্ষার্থীদের এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানান বক্তারা।