অসীম রায় (অশ্বিনী) বান্দরবান:
জনগণের দুর্ভোগ কমাতে অবিলম্বে পার্বত্য জেলা পরিষদ গুলোর পুনঃগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতি অনিয়ম বন্ধ করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বান্দরবানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। ১৮ ই অক্টোবর শুক্রবার বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এই ঘোষণা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেছেন ৫ই আগস্টের ছাত্র জনতার গণ-আন্দোলনে সরকার পরিবর্তনের পর বিভিন্ন সেক্টরে ও নিয়ম- দুর্নীতি বন্ধে বৈষম্য বিরতি ছাত্ররা যেসব পদক্ষেপ নিয়েছিল তা এখনো অব্যাহত রয়েছে। কিন্তু বিভিন্ন সেক্টরে এখনও দুর্নীতি অনিয়ম বৈষম্য চলমান রয়েছে। সেই সাথে দীর্ঘ সময়েও পার্বত্য জেলা পরিষদ গুলোর পুনঃগঠন না হওয়ায় একদিকে যেমন জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে এসব সেক্টরে দুর্নীতি অনিয়ম বরাবরই বাড়ছে। বাজারে প্রশাসনের মনিটরিং না থাকায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ জনগণ দুর্ভোগের মধ্যে পড়েছে।
স্বাস্থ্য ও শিক্ষা খাত থেকে মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। প্রশাসনকে বারবার এসব বিষয়ে তাগাদা দেওয়া হলেও তাদের পক্ষ থেকে কোন ব্যবস্থা না নেওয়ায় জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে। অবিলম্বে বান্দরবানের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি ও নিয়ম বন্ধ সেই সাথে পার্বত্য জেলা পরিষদ গুলোর পূর্ণ গঠন করা না হলে শীঘ্রই কঠোর আন্দোলন দেওয়া হবে বলে নেতৃবৃন্দ জানিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বান্দরবানের সমন্বয়ক আসিফ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রনেতা মোঃ মুসা, হাবিব আল মাহমুদ, আব্দুল্লাহ নাওয়াজ সানিম, আশরাফুল ইসলাম, মোহাম্মদ মাহির ইরতীয়াম।
বৈষম্য সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত পার্বত্য চট্টগ্রাম গঠনের দাবিতে বিরোধী দেশে বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে এক বিশাল মহাসমাবেশের আয়োজন করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও তার অঙ্গ সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও তার অঙ্গ সংগঠন পার্বত্য ছাত্র বান্দরবান চেয়ারম্যান মার্কেট এর সামনে থেকে বাজার প্রদক্ষিণ করে মিছিল সহকার বান্দরবান প্রেসক্লাব চত্বরে এসে থামে। আর উক্ত মহাসমাবেশে উপস্থিত ছিলেন নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান আরো উপস্থিত ছিলেন কই নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দ ও সকল সাংবাদিকবৃন্দ।