সাধন সাহা জয়, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের বলিবাড়ী গ্রাম থেকে একই ইউনিয়নের বাঙ্গরা বাজার থেকে ঔষধ আনার কথা বলে ৮ মাস যাবৎ নিখোঁজ দুই সন্তানের জননী গৃহবধূ সাবিনা আক্তারের (৩৫) সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেন শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন।
বুধবার সকাল ১১ ঘটিকায় (১৬-১০-২৪) উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের এতিমখানায় এ সংবাদ সম্মেলনটি হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিখোঁজ সাবিনা আক্তারের স্বামী ওমান প্রবাসী মো. কামরুলের বড় ভাই মো. ইকবাল হোসেন, বোন শেলিনা আক্তার, মা রহিমা বেগম ও সন্তান মো. ইয়াছিন ও জান্নাত আক্তার।
সংবাদ সম্মেলন থেকে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি ২০২৪ সালে অসুস্থ ছেলে-মেয়ের ঔষধ আনার কথা বলে সাবিনা আক্তার লাপাত্তা হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে সাবিনা আক্তারের ভাসুর মো. ইকবাল হোসেন সাবিনা আক্তার বাবা নানু মিয়াকে নিয়ে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ সালে নবীনগর থানায় নিখোঁজের সাধারন ডায়েরি করেন। অথচ দীর্ঘ ৮ মাস পেরিয়ে গেলেও তার কোন খুঁজ পাওয়া যায়নি। একাধিক বার জিডির আইওর সাথে যোগাযোগ করেছেন বলেও জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
মো. ইকবাল হোসেন জানান, আমরা দ্রুত তার খুঁজ চাই। আমার ছোট ভাইয়ের বউয়ের খুঁজ পেতে যা করনীয় তা করার আহবান করছি নবীনগর থানা পুলিশ ও সংবাদকর্মীদের কাছে। তার কোন খুঁজ পেলে আমাদের ঠিকানায় দয়া করে যোগাযোগ করবেন।