• বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
নবীনগরে ৬ ডাকাত গ্রেপ্তার ইসলামী আন্দোলন বাংলাদেশ“ চোর পেটানোর ঘটনায় পাল্টা হামলার ঘটনা পরিদর্শন বান্দরবানে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মায়ের ইচ্ছেপূরণে চিকিৎসক হতে চান মানিকছড়ির একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত হাসপ্রিয়া আক্তার হাসনা আগস্ট বিপ্লব: প্রবাসীদের প্রত্যাশা বিষয়ক সেমিনার বান্দরবান সেনাবাহিনীর পক্ষ থেকে বৌদ্ধ সম্প্রদায়ের ও বৌদ্ধ বিহারে সহায়তা প্রদান জিপিএ ৫ পেয়েছে ৫০ জনই বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ মোল্লাহাটে  জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে এক টাকায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রবারণা বাজার রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের বৃক্ষ রোপণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ খাগড়াছড়িতে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত মাটিরাঙ্গা বাজার মনিটরিংয়ে ইউএনও-এসিল্যান্ড

কাপ্তাইয়ে বিজয়া নৌ র‍্যালীর মাধ্যমে প্রতিমা বিসর্জন

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: / ৮২ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে বর্ণাঢ্য নৌ র‍্যালির মাধ্যমে অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গাকে বিসর্জন করা হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় কাপ্তাইয়ের ৮টি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জন করা হয়।

এসময় হাজার হাজার ভক্তের জয়ধ্বনি, ঢাক ঢোলের প্রতিধ্বনিতে কর্ণফুলী নদীর দু’পাশ মুখরিত হয়ে উঠে।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ,কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে এই বছরের বিজয়া নৌ র‍্যালীর ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন অতিথিরা। এসময় বাংলাদেশের প্রখ্যাত ঢোল বাদক শিবু জলদাসের ঢোলের মাধ্যমে রজতজয়ন্তী অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

এসময় তিনি বলেন, এদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে সকল সম্প্রদায়ের মানুষ পরস্পরের সাথে তাদের উৎসব পার্বন এক সাথে ভাগ করে নেয়।

সাবেক অতিরিক্ত সচিব ও কাপ্তাই উপজেলার সাবেক ইউএনও বাবলু কুমার সাহার সভাপতিত্বে কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংস্কৃতিক সম্পাদক ঝুলন দত্ত ও সাংগঠনিক সম্পাদক বাবলু বিশ্বাস অমিতের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙামাটি জেলা অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক), সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জোবাইদা আক্তার, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন, কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম, কাপ্তাই থানার ওসি মো: মাসুদ, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমতুল্লাহ, যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, রাঙামাটি জেলা হিন্দু বৌদ্ধ ক্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অরুপ মুৎসুদ্দি।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কাপ্তাই উপজেলা শাখার সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু।

অনুষ্ঠানে সন্ধ্যা অবধি কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা গান এবং নৃত্য পরিবেশন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ