আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি
বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কর্তৃক গঠিত বিশেষ ট্রাক্সফোর্স কমিটি বাজার মনিটরিং শুরু করেছেন।
১৩ অক্টেবর রোববার বিকেল খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বাজার পরিস্থিতি পর্যবেক্ষন ও তদারকিতে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভুঁইয়া।
এ সময় বিশেষ ট্রাক্সফোর্স কমিটির সদস্য সচিব সহকারী কমিশনার(ভূমি)শাহীনা নাছরিন, বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি রুপেন পাল, উপজেলা খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, মৎস্য ক্ষেত্র সহকারী মিলন কৃষ্ণ চাকমা, ছাত্র প্রতিনিধি মো. মামুনুর রশীদ (রাহাদ), পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বাজার মনিটরিংকালে ব্যবসায়ীদের সর্তক করে ইউএনও বলেন, কোন অবস্থায় ক্রয়মূল্য অধিক দেখিয়ে বা মিথ্যা তথ্য দিয়ে অধিক মুনাফা করা যাবে না। ব্যবসায়িক নীতি মেনে ব্যবসা করতে হবে। নিয়মের বাইরে গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।