লালমনিরহাট শহরে কালিবাড়ি এলাকায় একে উঠানে অবস্থিত মসজিদ ও মন্দির সাম্প্রদায়িক
সম্প্রীতির যেন এক উজ্জল দৃষ্টান্ত আর শারদীয় দুর্গা উৎসব যেন উভয় সম্প্রদায়ের মানুষের সম্প্রীতির এক মিলবন্ধন মিলেমিশে চলছে ২০০ বছর ধরে, মুসলিম সম্প্রদায়ের ইবাদত , আর হিন্দু সম্প্রদায়ের উপাসনা , সময় মত হচ্ছে আযান ও নামাজ , নিয়ম করেই চলে পূজা-অর্জনা , লালমনিরহাট জেলা থেকে মোস্তাফিজুর রহমান।
একদিকে আজান অন্যদিকে উলুধ্বনিতে মুখরিত লালমনিরহাট শহরের কালিবাড়ি এলাকা, কারণ এখানে একে উঠানে গড়ে ওঠা পুরান বাজার জামে মসজিদ ও কালিবাড়ি কেন্দ্রীয় মন্দির, যুগ যুগ চলে আসছে এমন সম্প্রতির ধারাবাহিকতা দুই ভবনের দেওয়ালের দূরত্ব মাত্র দুই ফুট।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল বলেন, ধর্মীয় সম্প্রীতির বিঘ্ন ঘটে এমন অবস্থার মধ্যে কাউকেই কোনদিনই পড়তে হয়নি। বরং স্থানীয় মুসল্লিদের সহযোগিতা পায় হিন্দুরা।এখানে ধর্মীয় সম্প্রীতি অটুট ছিল, আছে আর থাকবে, এমনটাই আশা সংশ্লিষ্টজনদের।