• মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরকলে ছাত্র অধিকার পরিষদ’র ভূষণছড়া ইউনিয়ন কমিটি গঠিত প্রণোদনা ও আইন দিয়েও ঠেকানো যাচ্ছেনা লামা-আলীকদমে জ্যামিতিক হারে বাড়ছে তামাক চাষ রামগড় ৪৩ বিজিবির অভিযানে চারশ কার্টুন ভারতীয় সিগারেট জব্দ রামগড়ে জাতীয় ভোটার দিবস পালিত জাতীয় ভোটার দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি খাগড়াছড়িতে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত দীঘিনালায়  জাতীয় ভোটার দিবস পালিত পবিত্র রমজান মাসে বাজারে দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং করছে খাগড়াছড়ি জেলা প্রশাসন ব্যাপক উৎসাহ উদ্দিপনায় মহালছড়িতে পালিত হলো জাতীয় ভোটার দিবস-২০২৫ আসন্ন পবিত্র রমজান মাসে বাজারে দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত নবাবপুর ইউপি চেয়ারম্যান’র দায়িত্ব গ্রহণের ৩ বছর পূর্তিতে খতমে কুরআন ও দোয়া মাহফিল পানছড়িতে ৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

নেত্রকোনা অকাল বন্যায় তলিয়ে গেছে ২৪ হাজার হেক্টর জমির ধান, ব্যাপক জনদুর্ভোগ

নেত্রকোনা প্রতিনিধি: / ১২০ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

 

নেত্রকোনা প্রতিনিধি:

একটানা বৃষ্টি ও ঢলের পানিতে সীমান্তবর্তী দুর্গাপুর, কলমাকান্দা,পুর্বধলার জারিয়া, সদর উপজেলাসহ বারহাট্টা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আকস্মিকভাবে পানিতে ডুবে গেছে অন্তত পঞ্চাশটি গ্ৰাম।এতে পানিবন্দি হয়ে পড়েছে অন্তত লক্ষাধিক মানুষ। বন্যায় ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন এলাকাবাসী। গবাদিপশুর খাদ্য সংকট ও দেখা দিয়েছে।

জেলার প্রধান প্রধান নদীর পানি কমতে শুরু করেছে।সীমান্তবর্তী কলমাকান্দার উব্ধাখালী নদীর পানি বিপৎসীমার শূন্য দশমিক ৩৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।পুর্বধলার জারিয়া পয়েন্টে পানি বিপৎসীমার পনের সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।বারহাট্টা উপজেলার কংস নদীর পানি ও কমতে শুরু করেছে।কমছে মোহনগঞ্জ উপজেলার কংস নদীর পানি।

বন্যায় কলমাকান্দা, দুর্গাপুর, বারহাট্টা,পুর্বধলা, কলমাকান্দা , দুর্গাপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে আমন ধানের ক্ষেত।অথৈ পানিতে তলিয়ে যাওয়ায় মনেই হয় না এগুলো ধান ক্ষেত। স্থানীয় কৃষকরা ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। সরকারিভাবে আর্থিক সহযোগিতা ছাড়া কোন উপায়েই এ বিশাল ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন না বলে জানান তারা।

জেলার পাঁচটি উপজেলার গ্ৰামে তলিয়ে গেছে আমন ধান। ঘরে ঘরে চলছে কৃষকের ফসল হারানোর বেদনা। বিভিন্ন গ্ৰামের বানভাসি কৃষকরা জানান, তাদের আমন জমির ধান পানিতে তলিয়ে গেছে।অকালে এসময়ে এরকম বন্যা কখনো হয়নি বলে জানান তারা। সরকারি আর্থিক সহযোগিতা না পেলে এ ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন না তারা।

কৃষকরা বলেন, এভাবে এইসময়ে কোনদিন অকাল বন্যা হতে দেখেননি কখনো। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিম্ন অঞ্চল তলিয়ে গেছে। মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। গবাদিপশুর খাদ্য সংকট দেখা দিয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক বনানী বিশ্বাস জানান, তিনি ইতোমধ্যে বন্যা পীড়িত এলাকা পরিদর্শন করেছেন। অসহায় মানুষের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ঔষধপত্র বিতরণ করেন। জেলার যে কোন এলাকার বন্যা পীড়িতের জন্য প্রয়োজনীয় উপকরণ ও সহযোগিতা প্রদান করা হবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সারোয়ার জাহান বলেছেন, প্রধান প্রধান নদীর পানি কমতে শুরু করেছে। পানিবন্দি হয়ে পড়েছে জেলার অন্তত পঁচিশ গ্ৰামের লক্ষাধিক মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ