এফ এম সিফাত হাসান, শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার সদর উপজেলার ৬নং পাকুড়িয়া ইউনিয়নের পাকুড়িয়া চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর (শুক্রবার) রাত সাড়ে ৮টায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শওকত হোসেন এর সভাপতিত্বে ও পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক মোঃ শওকত জামান রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলী। এসময় তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন না করবে ততক্ষণ পর্যন্ত বিএনপির সকল নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি আরও বলেন,আপনারা ধৈর্য ধারণ করবেন, অন্যায়ভাবে কাউকে আঘাত করবে না এবং কেউ অন্যায় করলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরিয়ে দেন। এছাড়াও যারা অন্যায় করবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে আমার কাছে অভিযোগ দিবেন। বিএনপি একটি শান্তিপ্রিয় রাজনৈতিক দল আমরা শান্তির রাজনীতিতে বিশ্বাসী।
তিনি আরো বলেন, ২০১৮ সালে আমার মেয়ে নির্বাচন করেছে পাকুড়িয়া ইউনিয়নের জনগণ আমার মেয়েকে যেভাবে ভোট দিয়েছে এবং সমর্থন করেছে তিনি পাকুড়িয়া ইউনিয়নের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ আবু রায়হান রুপন, পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আঃ হালিম সরকার প্রমুখ।
সমাবেশে জেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আওয়াল চৌধুরী, জেলা বিএনপি শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সুলতান আহাম্মেদ ময়না, জেলা ছাত্রদল সাবেক সভাপতি মোঃ শওকত হোসেন, জেলা বিএনপির নেতাকর্মীসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়ার জন্য পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আঃ হালিম সরকার ও যুগ্ম আহ্বায়ক মোঃ শওকত জামান রিপনের হাতে তুলে দেন।