• বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সচিব কাপ্তাই শিশু নিকেতনে ভূমিকম্প ও  অগ্নিকান্ড বিষয়ক  মহড়া অনুষ্ঠিত  রামগড়ে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেমিনার ফেসবুকে মানহানিকর ভিডিও দেওয়ার জন্য  কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি’র থানায় জিডি গোয়ালন্দে অরিয়েট জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি আশঙ্কা যশোরে শার্শার কায়বায় ধানের শীষের প্রার্থী তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠক দীঘিনালায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ২ জন কাপ্তাইয়ে মুক্তিযোদ্ধা সংসদ  কমান্ড এর পরিচিতি সভা অনুষ্ঠিত  কাপ্তাই সাতদিন ব্যাপী ভ্রাম্যমাণ পোষাক তৈরি বিষয়ক প্রশিক্ষণের  উদ্বোধন  হাদলার উপশাখায় বালু উত্তোলন বাজারে ভেজাল পণ্য বিক্রি মানিকছড়িতে অর্থদন্ড মামলা বালু জব্দ খাগড়াছড়িতে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা ও কমিটি পুনঃগঠন সভা অনুষ্ঠিত দীঘিনালায় অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান: এক লাখ কাঁচা ইট ধ্বংস

পর্যটক খরায় কাপ্তাই পর্যটন শিল্পে চলছে মন্দাভাব 

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: / ১৯৬ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটি এবং খাগড়াছড়িতে সম্প্রতি সাম্প্রদায়িক সংঘর্ষ এবং রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃক ৮ অক্টোবর হতে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের পাহাড়ে ভ্রমনের নিরুৎসাহিত করার প্রেক্ষিতে   কাপ্তাই উপজেলার পর্যটন শিল্পে ব্যাপক ধ্বস নেমেছে। বলতে গেলে মন্দাভাব চলছে কাপ্তাইয়ের পর্যটন শিল্পে। অথচ পর্যটন শহর হিসাবে পরিচিত একটি শান্তিপদ এলাকা হিসাবে  কাপ্তাই উপজেলায় সারা বছর পর্যটকের আনাগোনা থাকে।

একদিকে কাপ্তাই লেকের সু- বিশাল জলরাশি আর অন্যদিকে সীতা পাহাড় ও কর্ণফুলি নদী পরিবেষ্টিত এই উপজেলায় বেশ কিছু অনন্য সুন্দর পর্যটন কেন্দ্র এবং ছোট বড় অনেক ঝর্ণা আছে, যা দেখতে দেশের প্রত্যন্ত অঞ্চল হতে ভ্রমন পিপাসুরা ছুটে আসেন রুপসী কাপ্তাই উপজেলায়।

গত মঙ্গলবার (৮ অক্টোবর  ) সকাল ১০ টা হতে বিকেল ৫  টা পর্যন্ত এই প্রতিবেদক কাপ্তাই উপজেলার অনেক পর্যটন কেন্দ্রে যান। এইসময় অধিকাংশ পর্যটন কেন্দ্রে ফাঁকা দেখতে পাওয়া যায়।

কথা হয় কাপ্তাই উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউজ এর পরিচালক মো: সরোয়ার এর সাথে। তিনি  বলেন, দেশের বিরাজমান  পরিস্থিতির কারনে এখানে সাধারণ  পর্যটকরা আসতে পারছেন না। বিগত ৪  মাস ধরে পর্যটকের আনাগোনা কমে গেছে । আমাদের ৩০ জনের মতো স্টাফ এর বেতন দিতে কষ্ট হচ্ছে। অথচ আমাদের এই পর্যটন কেন্দ্রে সবসময় পর্যটকে ভরপুর থাকে। আমরা সরকারের কাছে  এই সংকট কাটিয়ে উঠতে সু- নজর দেবার দাবি জানাই।

 

এসময় কথা হয়  শিলছড়ি নিসর্গ কুটির এর মালিক মো: নাছিম আহমেদ এর সাথে। তিনি বলেন, আমাদের এখানে পর্যটক শূণ্য। জেলা প্রশাসন  যে ঘোষণা দিয়েছেন পাহাড়ে পর্যটক না আসতে, তাঁর জন্য এখানে পর্যটক আসছে না।পর্যটক না আসায় আমরা কুটির শিল্প ব্যবসার সাথে জড়িতরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। কিন্তু কাপ্তাই উপজেলা একটি শান্তি প্রিয় এলাকা। এখানে পর্যটকরা নির্বিঘ্নে ঘুরতে পারেন। এখানে কোন সমস্যা নেই।

কথা হয়, কাপ্তাই ব্যবসার প্রাণকেন্দ্র জেটিঘাটে অবস্থিত কাপ্তাই ধাবার পরিচালক মো: খালিদ সাইফুল এর সাথে। তিনি বলেন,  হঠাৎ করে কেন প্রশাসন পর্যটন শিল্পে নিষেধাজ্ঞা দিল আমরা বুঝতে পারছি না। কিন্তু কাপ্তাই তো সেই রকম কোন সমস্যা নেই। পর্যটকদের ঘিরে আমাদের ব্যবসা। পর্যটক না আসায় আমরা আমাদের স্টাফদের বেতন দিতে পারছি না।

এদিকে একইদিন এই প্রতিবেদক  ৪১ বিজিবি পরিচালিত ওয়াগ্গাছড়া প্যানোরোমা জুঁম রেস্তোরাঁ, সেনাবাহিনী পরিচালিত কাপ্তাই জেটিঘাট এর বিপরীতে অবস্থিক লেকভিউ পিকনিক স্পট সহ অনেক পর্যটন কেন্দ্রে গিয়ে দেখেন অধিকাংশ পর্যটন কেন্দ্রে  পর্যটক শূন্য। তবে  ধীরে ধীরে কাপ্তাইয়ের পর্যটন শিল্প আবারও ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করছেন এই খাতে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ