ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
কাপ্তাই সেনা জোন (অটল ছাপ্পান্ন) কর্তৃক হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বুধবার (৯ অক্টোবর) কাপ্তাই উপজেলার ব্রিকফিল্ড শ্রী শ্রী সার্বজনীন মাতৃ মন্দির এবং নতুনবাজার লকগেইট শ্রী শ্রী জয় কালি মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এই সময় কাপ্তাই সেনা জোনের জোন উপ-অধিনায়ক মেজর ফয়েজ আহমদ, পিএসসি এর উপস্থিতি তে স্থানীয় আইন শৃংখলা বাহিনী এবং মন্দির দু,টির পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে শারদীয় দূর্গ উৎসবের সময় নিরাপত্তা নিয়ে সমন্বয় সভা করা হয়।
এই সময় কাপ্তাই সেনা জোনের জোন উপ-অধিনায়ক বলেন, প্রতিবছর শারদীয় দূর্গা উৎসবসহ সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানের কাপ্তাই সেনা জোন নিরাপত্তা প্রদান করে আসছে। এই ধারাবাহিকতায় এইবার কাপ্তাই সেনা জোন কর্তৃক শারদীয় দূর্গ উৎসব উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদানের পরিকল্পনা করেছে। জোন উপ-অধিনায়ক ধর্মীয় অনুষ্ঠানে যে কোন ধরনের নাশকতা রোধে স্থানীয় জনগণকে তথ্য প্রদান করে সেনাবাহিনীকে সহায়তা করার ব্যাপার অনুরোধ করেন।
এই সময় কাপ্তাই সেনা জোনের পক্ষ হতে স্থানীয় হিব্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গ উৎসবের শুভেচ্ছা জানানো হয়৷ স্থানীয় হিদু ধর্মাবলম্বীদের তাদের প্রধান ধর্মীয় উৎসব সবাই যেন উৎসবমূখর ও আনন্দের সাথে পালন করতে পারে তিনি এই ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে সেনাবাহিনীর পক্ষ হতে সকল ধরনের সহায়তায় আশ্বাস দেন।
পরবর্তীতে কাপ্তাই সেনা জোনের পক্ষ হতে কাপ্তাই উপজেলার বরইছড়ি কবরস্থানের সংস্কারের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।