• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বেড়াতে আসুন রূপের রাণী বান্দরবানে লামায় কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণ ইতিহাদ এর উদ্যোগে লামায় জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত সরকারি পুকুরে মাছ শিকারের অভিযোগে লক্ষ টাকা জরিমানা করল উপজেলা প্রশাসন আগামীকাল শনিবার কাপ্তাইয়ে অনুষ্ঠিত হবে জোন কমাণ্ডার’স স্কলারশিপ: অংশ নিচ্ছেন ৫১২ জন শিক্ষার্থী খাগড়াছড়ি প্রেসক্লাব’র অন্তবর্তীকালীন কমিটির সাধারণ সভা ও পার্বত্যাঞ্চলের গুণী সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠিত নদীর পাড়ে তামাক চাষ বন্ধে বিএটিবি’র কৃষক সমাবেশ আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে মানিকছড়িতে ইউপিডিএফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বই ও শিক্ষা উপকরণ উপহার প্রদান চাঁদার টাকা না দিলে হামলা বেপরোয়া হয়ে উঠেছে -সন্ত্রাসী রকি গ্রুপ ১ যুগ পর মহালছড়ি গণতান্তিক উপায়ে বাজার ব্যবসায়ী কমিটি গঠন ওলামা বাজার মাদ্রাসার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মাদ্রাসা কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন

কাপ্তাইয়ে ৫১ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে চ্যাম্পিয়ন ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: / ১১৭ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

 

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে ৫১ তম গ্রীষ্মকালীন আন্ত স্কুল ও মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার বালক বিভাগের কাবাডিতে চ্যাস্পিয়ন হয়েছে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়।

মঙ্গলবার ( ৮ অক্টোবর) বিকেল ৪ টায় কাপ্তাই কর্ণফুলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তাঁরা ৩০-২১ পয়েন্ট এ কুকিমারা লোটাস শিশু সদন আবাসিক উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাস্পিয়ন হন।

এর আগে গত ৬ অক্টোবর অনুষ্ঠিত বালিকা বিভাগের কাবাডিতেও ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় চ্যাস্পিয়ন হন। এই বিভাগে রানার আপ হন শহীদ শামসুদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়।

এছাড়া দাবা, সাঁতার এই দুই ক্রীড়া বিষয়ও বালক ও বালিকা বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে বিকেল ৫ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান এর সভাপতিত্বে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবুর সঞ্চালনায় এসময় কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, চন্দ্রঘোনা তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মো: জাফরুল আলম নিজামী, চিৎমরম হাই স্কুলের প্রধান শিক্ষক ক্যসুইপ্রু মারমা, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা, লোটাস শিশু সদন আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংসিং মারমা, কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান, সাংবাদিক কাজী মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা করেন কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসার শরীর চর্চা শিক্ষক মো: আব্দুল কাদের এবং পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক মো: নুরনবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ