মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান
সদর দপ্তর বান্দরবান রিজিয়নের আলীকদম সেনা জোন শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি আলীকদম ও লামা উপজেলায় নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি সাধারণ জনগণ এবং স্থানীয় প্রশাসনকে সার্বিক সহায়তা করে আসছে।
শারদীয় দূর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের এই মহোৎসব এর নিরাপত্তার কথা বিবেচনা করে গত ০৬ অক্টোবর ২০২৪ তারিখ আলীকদম সেনা জোনের আওতাধীন সকল পূজা মন্ডপের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের সাথে একটি নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও আলীকদম সেনা জোন এর আওতাধীন আলীকদম ও লামা উপজেলায় বিভিন্ন পূজা মন্ডপ সরেজমিনে পরিদর্শনপূর্বক সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার ব্যবস্থার আশ্বাস দেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান প্রদান করা হয়।
নির্বিঘ্নে শারদীয় দূর্গোৎসব পালনের স্বার্থে এবং সুষ্ঠুভাবে পূজা পরিচালনার স্বার্থে আলীকদম জোন কর্তৃক নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।