অসীম রায় (অশ্বিনী) বান্দরবান:
জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় বক্তব্য রাখছেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ নুরুল্লাহ নুরী।
মিথ্যা গুজব ছড়িয়ে যারা পার্বত্য জেলার স্বাভাবিক পরিস্থিতিকে অস্বাভাবিক করার চেষ্টা করছে এবং শান্তি পরিস্থিতিকে অস্থিতিশীল করেছে সে সমস্থ দোষীদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।
৭ ই অক্টোবর সোমবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এসব কথা বলেন, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ নুরুল্লাহ নুরী।
তিনি আরোও বলেন, পার্বত্য তিন জেলার মধ্যে বান্দরবানের পরিবেশ বেশ স্বাভাবিক আমরা আশা করছি আগামীতেও এই স্বাভাবিক পরিস্থিতি বিরাজমান থাকবে। আমরা আশা করছি আসন্ন শারদীয় র্দূগা পূজা, প্রবারণা পূর্ণিমা সহ বান্দরবানের সকল ধর্মের উৎসব সুন্দর ভাবে অনুষ্ঠিত এবং সমাপ্ত হবে।
জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরা, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান, দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মারমা, নারী নেত্রী ডনাই প্রু নেলী, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।
সভায় বক্তারা বলেন, দেশ স্বাধীন হয়েছে তারপরও কেন পাহাড়ে অবৈধ অস্ত্রের শব্দে এখনো মানুষ আতংকিত, পাহাড়ের মানুষের জন জীবন স্বাভাবিক করতে সরকারের আরো দায়িত্বশীল হতে হবে।
বক্তারা আরো বলেন, সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত পর্যটন নগরী বান্দরবানের সম্প্রীতি অটুট রাখতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সহযোগিতার পাশাপাশি জেলার সকল আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব হবে।