ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী স্বাস্থ্য সেবার বাতিঘর চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের আয়োজনে সিএইচসি ও সিএলসি এর নব নির্বাচিত গভর্নিং বডির সদস্যদের সংবর্ধনা এবং হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা প্রথম বর্ষ ছাত্র ছাত্রীদের ক্যাপিং সেরিমনি বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টায় হাসপাতালের ডা: মং স্টিফেন চৌধুরী ক্লাবে অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি ও চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল গর্ভনিং বডির চেয়ারম্যান উইং কমান্ডার (অব :)খ্রীস্টোফার অধিকারী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এর সভাপতিত্বে হাসপাতালের ক্লিনিক্যাল চীফ ডা: বিলিয়ম এ সাংমার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সহ সভাপতি উইলিয়াম ঢালি, সাধারণ সম্পাদক রেভারেন্ড সাগর কর্মকার, নির্বাহী সদস্য পিন্টু অধিকারী ও যোহন সিংহ, শেড বোর্ডের পরিচালক মিসেস মলিনা কর্মকার চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা।
অনুষ্ঠানে প্রার্থনা সভা পরিচালনা করেন চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম ব্যাপ্টিস্ট চার্চ সংঘের পালন প্রধান রেভারেন্ড দিলীপ সরকার।
পরে রাত সাড়ে ৯ টায় হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।