ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়িতে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে জেলা সদরে মন্ডপ গুলোর প্রস্তুতি পরিদর্শন করলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ শহিদুজ্জামান ও পুলিশ সুপার আরেফিন জুয়েল।
এ সময় জেলা প্রশাসন পূজা উদযাপন কমিটির সাথে পূজার প্রস্তুতি নিয়ে খোঁজখবর নেন। পূজা যাতে সুষ্ঠ ও সুন্দরভাবে হয়। সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সকল নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করবে বলে পূজা কমিটিকে আস্বস্ত করেন।
জেলা প্রশাসন সদরের শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরের দুর্গা পূজা মন্ডপ, জগন্নাথ বাড়ির পূজা মন্ডপ, গীতাশ্রম পুজা মন্ডপ সহ বেশ কিছু দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসনের এনডিসি মোঃ নাহিদ বাংলাদেশ পূজা উদযাপন খাগড়াছড়ি জেলা দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক মজুমদার, সাধারণ সম্পাদক স্বপন ভট্টাচার্য সহ অনেকে উপস্থিত ছিলেন।
এবারে খাগড়াছড়ি নয়টি উপজেলায় ৬১ পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে প্রশাসন যাতে পূজা নিবিগ্নে উদযাপন করা যায়। তা নিয়ে দফায় দফায় পূজা কমিটির সাথে বৈঠকও করেছেন বলে জানান প্রশাসন।