আব্দুল মান্নান, স্টাফ রিপোর্ট, খাগড়াছড়িঃ
গত ১৮ সেপ্টেম্বর চোর সন্দেহে মামুন নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা পরবর্তী খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙ্গামাটি জেলায় পাহাড়ি, বাঙালির মাঝে দাঙ্গা হাঙ্গামা আগুনে অপূরণীয় ক্ষতি এবং সম্প্রীতির বন্ধনে ছেদ ধরার জেরে কাটতে না কাটতে আবারও গত মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানাকে পিটিয়ে হত্যা করেছে শিক্ষার্থীরা! ফলে দুই সপ্তাহের ব্যবধানে একই শহরে দুই বাঙালি হত্যার ঘটনায় সৃষ্ট সাম্প্রদায়িক সংঘাত নিরসন ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে কাজ করছে জেলা ও উপজেলা প্রশাসন।
এরই ধারাবাহিকতায় ২অক্টোবর মানিকছড়ি উপজেলার বড়ডলু, তিনটহরী ও মহামুনি তালতলা এলাকায় পাহাড়ি-বাঙ্গালীদের নিয়ে পৃথক পৃথক সম্প্রীতি সভা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) মোহাম্মদ ইকবাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সভায়
উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হকসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, পাড়া প্রধান( কার্বারী), বাজার পরিচালনা কমিটির সভাপতি ও গন্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।