মাইনুদ্দিন বাবলু গুইমারা:
খাগড়াছড়ির গুইমারাতে সংঘাত, নৈরাজ্য ও অস্থিরতার বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, গুইমারার আয়োজনে মঙ্গলবার (১ অক্টোবর ২০২৪)বিকাল ৫টায় গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বৌদ্ধ ধর্মীয় নেতা সংঘ রত্ন মহাথেরো, সনাতন ধর্মগুরু হারাধন ভট্রাচার্য, গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মাদ কারী ওসমান গনি, হেডম্যান এসোসিয়েশন সভাপতি ত্রিদীপ নারায়ণ ত্রিপুরা, ত্রিপুরা কল্যান সংসদ সভাপতি কৃপায়ন ধামাই, মারমা উন্নয়ন সংসদের পক্ষে চাইলাপ্রু মারমা, নারী জনপ্রতিনিধি শিউলি ত্রিপুরা, ব্যবসায়ী নেতা মশিউর রহমান তারেক, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, গুইমারা ইসলামি আন্দোলনের সভাপতি মাগফার হোসেন, জামায়াতে ইসলামের পক্ষে মো: খোরশেদ আলম, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো: সোহাগ, সাধারণ সম্পাদক আরমান হোসেন, গুইমারা থানার অফিসার ইনচার্জ মো: আরিফুল আমিন, গুইমারা সরকারি কলেজ অধ্যক্ষ মো: নাজিম উদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা বিএনপি সাবেক সভাপতি মোঃ ইউছুফ ,বিনএপি নেতা শেখ মোঃ ইব্রাহিম, মোকলেছুর রহমান, গুইমারা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম প্রমুখ।
বক্তারা বলেন,দীর্ঘদিন ধরে গুইমারায় বহমান শান্তি ও সম্প্রীতি বন্ধনকে নৎসাত করার জন্য একটি কুচক্রি মহল নানাভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের এ সড়ষন্ত্র সম্প্রীতির বিরুদ্ধে হুমকি। সম্প্রীতির গুইমারাকে অপ-তৎপরতাকারীরা যাতে কোনোভাবে নষ্ট করতে না পারে সেদিকে লক্ষ রাখতে হবে। ইমাম, পুরোহিত, ভান্তেসহ সকল ধর্মীয় নেতা, হেডম্যান /কার্বারী/শিক্ষক যার যার অবস্থান থেকে সচেতনতা ভূমিকা রাখতে হবে। কারো উসকানিতে সাম্প্রদায়িক-সম্প্রীতি নষ্ট করা যাবেনা। নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে। বিশেষ কোন গোষ্ঠীকে পাহাড়ি ও বাঙালির মধ্যে দ্বন্দ্ব তৈরির সুযোগ দেয়া যাবেনা।