• বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
নবীনগরে ৬ ডাকাত গ্রেপ্তার ইসলামী আন্দোলন বাংলাদেশ“ চোর পেটানোর ঘটনায় পাল্টা হামলার ঘটনা পরিদর্শন বান্দরবানে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মায়ের ইচ্ছেপূরণে চিকিৎসক হতে চান মানিকছড়ির একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত হাসপ্রিয়া আক্তার হাসনা আগস্ট বিপ্লব: প্রবাসীদের প্রত্যাশা বিষয়ক সেমিনার বান্দরবান সেনাবাহিনীর পক্ষ থেকে বৌদ্ধ সম্প্রদায়ের ও বৌদ্ধ বিহারে সহায়তা প্রদান জিপিএ ৫ পেয়েছে ৫০ জনই বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ মোল্লাহাটে  জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে এক টাকায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রবারণা বাজার রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের বৃক্ষ রোপণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ খাগড়াছড়িতে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত মাটিরাঙ্গা বাজার মনিটরিংয়ে ইউএনও-এসিল্যান্ড

গোয়ালন্দে লাথির আঘাতে হকারের মৃত্যু 

সাইফুর রহমান পারভেজ,রাজবাড়ী প্রতিনিধি।। / ৮৪ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

সাইফুর রহমান পারভেজ রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাসে উঠা নিয়ে দ্বন্দ্বে মোঃ জীবন ফকির (২০) নামে এক হকারের লাথির আঘাতে আমড়া বিক্রেতা মোঃ কেসমত শেখ (৫০) নামে অপর হকারের মৃত্যু হয়েছে।

মৃত মোঃ কেসমত শেখ (৫০) উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডল পাড়ার মৃত ভাষান শেখের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, মৃত কেসমত শেখ এবং মোঃ জীবন ফকির দুজনেই ফেরিতে হকারি করতো। আমড়া বিক্রির জন্য বাসে উঠার জেরে গত ১৭ সেপ্টেম্বর সোমবার বেলা দেড়টার দিকে দৌলতদিয়া চার নম্বর ফেরি ঘাট সংলগ্ন পল্টনের সামনে আমড়া নিয়ে বাসে উঠতে গেলে একই গ্রামের বাবু ফকিরের ছেলে মোঃ জীবন ফকির (২০) এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে জীবন ফকির সজোরে তলপেটে লাথি মারে। লাথি মারার ফলে কেসমত শেখ রাস্তায় লুটিয়ে পরে এবং গুরুতর অসুস্থ হয়ে পড়ে। উপস্থিত লোকজন গুরুতর অবস্থায় প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। হাসপাতাল কতৃপক্ষ জানায় লাথির আঘাতে তার পেটের নাড়ি ছিদ্র হয়ে গেছে। এরপর ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ৭ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৪/০৯/২০২৪ তারিখ রাত্রে ঢাকা সিটি কেয়ার হাসপাতালে নিয়ে অপরারেশন করা হয়। অপারেশন করার পর থেকেই তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। এরপর ঢাকা সিটি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ রবিবার সকাল সারে আটটার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম বলেন, এব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে আসামি গ্রেফতার করার প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ