জিএম ইব্রাহীম, হাতিয়া নোয়াখালী
নোয়াখালী হাতিয়ায় দ্বীপ কল্যান সমিতির গ্রাহকদের টাকা আত্মসাতের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চরকৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন দ্বীপ কল্যান সমিতির গ্রাহকদের নিয়ে গঠিত দ্বীপ কল্যাণ ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মাওলানা আবুল কাশেম, সাধারন সম্পাদক মো: রফিক উদ্দিন সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা একেএম মানছুরুল হক ও সংগঠনের উপদেষ্টা মহি উদ্দিন সহ প্রায় শতাধিক সদস্য।
সমাবেশে বক্তারা জানান, দ্বীপ কল্যান বহুমূখী সমবায় সমিতি নামে একটি সংগঠন হাতিয়াতে গত ১০ বছর আগে তাদের কার্যক্র শুরু করে। হাতিয়ার বিভিন্ন অঞ্চলের লোকজন দ্বীপ কল্যান সমিতিতে সদস্য হয়ে টাকা সঞ্চয় করেন। বিশেষ করে শিক্ষক সমাজ এতে বেশি সম্পৃক্ত হয়।
প্রতিষ্ঠার পর এই সমিতি কয়েক বছর ভালো ভাবে কার্যক্রম পরিচালনা করেন। মানুষের লভ্যাংশ ও সঠিক ভাবে পরিষোধ করে। কিন্তু গত ৫ বছর আগে পরিচালকদের উদাসিনতায় এই সমিতি বিলুপ্ত হয়ে যায়। এতে অনেক গ্রাহক তাদের নিজেদের মূলধন হারিয়ে পথে বসার অবস্থা হয়।
পরে এই সমিতির কাছ থেকে গ্রাহকদের টাকা উদ্ধারের জন্য গ্রাহকরা নিজের একটি কমিঠি করেন। তাতে সভাপতি দেওয়া হয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আ ক ম আব্দুল্যাহ ও সাধারন সম্পদক দেওয়া হয় নুরেজ্জামান নামে আরো এক শিক্ষককে ও কোষাধ্যক্ষ এ.টি.এম মহিউদ্দিন । তারা তিন জনই সমিতির কাছ থেকে ৭ লক্ষ পাঁচাশি হাজার ৪ শত বত্রিশ টাকা উদ্ধার করে আত্মসাৎ করে। এতে ক্ষীপ্ত হয়ে গ্রাহকরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করছেন। সমাবেশ শেষে এই বিষয়ে শতাধিক গ্রাহক গিয়ে হাতিয়া নৌ-বাহিনীর ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দেন।