আসিফ ইকবাল, বান্দরবান প্রতিনিধি:
অদ্য ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখ (রবিবার) রুমা সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ক ম আরাফাত আমিন, পিএসসি এর সভাপতিত্বে বাজার পাড়া আর্মি ক্যাম্পে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে রুমা উপজেলার বিভিন্ন পাড়ার প্রধানগণ, সকল ধর্মের ধর্মীয় প্রধানগণ, সকল সম্প্রদায়ের প্রতিনিধিগণ, বম সোশ্যাল কাউন্সিল এর প্রতিনিধি এবং বাজার কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত মতবিনিময় সভায় রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ক ম আরাফাত আমিন, পিএসসি, রুমা জোনে শান্তি, শৃঙ্খলা এবং সম্প্রীতি বজায় রাখার জন্য স্থানীয় জনগণের সহায়তা ও সহযোগিতা কামনা করেন।
রুমা জোনের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রেক্ষিতে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সে বিষয়ে সকলকে সচেষ্ট থাকার জন্য জোন কমান্ডার আহ্বান জানান। সেই সাথে মতবিনিময় সভায় উপস্থিত পাড়া প্রধান এবং প্রতিনিধিরা একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য সেনাবাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করবেন বলে আশ্বাস প্রদান করেন।
বৈঠক শেষে স্থানীয় নেতৃবৃন্দ এবং সেনা বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার মনোভাব আরও সুদৃঢ় হয়, যা রুমা জোনের দীর্ঘস্থায়ী শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।