ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। ‘মধু পূর্ণিমা’ বৌদ্ধ ধর্মালম্বীদের একটি অন্যতম এক শুভ তিথি। বিশেষ করে বর্ষাবাসের দ্বিতীয় পূর্ণিমা তিথি ভাদ্র মাসে এই উৎসব উদযাপন করা হয়। খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা যথাযথ ধর্মী মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুভ মধু পূর্ণিমা উদযাপন করছে। বৌদ্ধধর্মের বিশেষ স্মৃতি বিজরিত ঘটনা কেন্দ্র করে এ দিনটি উদযাপিত হয়ে থাকে।
মঙ্গলবার সকাল থেকে মধু পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ি জেলার প্রতিটি বৌদ্ধ বিহারে রয়েছে পঞ্চশীল গ্রহন, বুদ্ধ পূজা, ফুল পূজা, বুদ্ধ মুর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড দানসহ নানাবিধ দান, এছাড়া দেশ জাতি তথা সকলের মঙ্গল কামনায় সমবেত প্রার্থনার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শত শত বৌদ্ধ নর- নারীরা বৌদ্ধ বিহারে গিয়ে জগতের সব প্রাণীর মঙ্গল কামনায় প্রার্থনা করেন।
সাধারণত বাংলা বছরের ভাদ্র মাসের এ পূর্ণিমাকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা মধু পূর্ণিমা হিসেবে পালন করে থাকেন।
উল্লেখ্য আজ থেকে আড়াই হাজার বছর আগে তথাগত বুদ্ধ এক বনে তিন মাসব্যাপী বর্ষাবাস অধিষ্ঠান করছিলেন।
এ পূর্ণিমায় এক বুনো হাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে বৌদ্ধ দান করতে দেখে। একটি বানর মৌচাকের মধু সহ নিয়ে তপস্যা রত বুদ্ধকে মৌচাক সহ মধু দান করেছিল। বানরের দান করা মধু গ্রহণ করে বুদ্ধ পরিতৃপ্তি লাভ করেন। মূলত এ ঘটনাকে স্মরণ করেই বৌদ্ধ ধর্মাবলম্বীরা দিনটিকে মধু পূর্ণিমা হিসেবে পালন করে থাকে।