• রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
বৈসাবি উপলক্ষে মহালছড়িতে উৎসবে মতোয়ারা সকল সম্প্রদায়ের জনগোষ্ঠী ভাইবোনছড়ায় নদীতে শামুক কূড়াতে গিয়ে ২ কিশোরীর মৃত্যু ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে রাইখালীতে বিক্ষোভ মিছিল পাহাড়ে বৈসুর সুর আর বাদ্যের তালে তালে মত্ত ত্রিপুরা জনগোষ্ঠী ক্যান্সারে আক্রান্ত শ্রী শিল্পী রানি’র চিকিৎসার জন্য নগদ উপহার প্রদান করেন গুইমারা উপজেলা জামায়াতে ইসলাম মা‌টিরাঙ্গায় আওয়ামীলী‌গ নেতা আব্দুল কাদের গ্রেফতার ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যা ও বর্বর হামলার প্রতিবাদে গুইমারা উপজেলা ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে দীঘিনালা সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতা  ইসরাইয়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে উত্তাল মাটিরাঙ্গা ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যা ও বর্বর হামলার প্রতিবাদে মানিকছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল লংগদু সেনা জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা একটি সড়কই পাহাড়ের অর্থনীতিতে আনতে পারে যুগান্তকারী পরিবর্তন

খাগড়াছড়িতে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধুপূর্ণিমা উদযাপিত

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। / ৪৫৩ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। ‘মধু পূর্ণিমা’ বৌদ্ধ ধর্মালম্বীদের একটি অন্যতম এক শুভ তিথি। বিশেষ করে বর্ষাবাসের দ্বিতীয় পূর্ণিমা তিথি ভাদ্র মাসে এই উৎসব উদযাপন করা হয়। খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা যথাযথ ধর্মী মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুভ মধু পূর্ণিমা উদযাপন করছে। বৌদ্ধধর্মের বিশেষ স্মৃতি বিজরিত ঘটনা কেন্দ্র করে এ দিনটি উদযাপিত হয়ে থাকে।

মঙ্গলবার সকাল থেকে মধু পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ি জেলার প্রতিটি বৌদ্ধ বিহারে রয়েছে পঞ্চশীল গ্রহন, বুদ্ধ পূজা, ফুল পূজা, বুদ্ধ মুর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড দানসহ নানাবিধ দান, এছাড়া দেশ জাতি তথা সকলের মঙ্গল কামনায় সমবেত প্রার্থনার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শত শত বৌদ্ধ নর- নারীরা বৌদ্ধ বিহারে গিয়ে জগতের সব প্রাণীর মঙ্গল কামনায় প্রার্থনা করেন।

সাধারণত বাংলা বছরের ভাদ্র মাসের এ পূর্ণিমাকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা মধু পূর্ণিমা হিসেবে পালন করে থাকেন।

উল্লেখ্য আজ থেকে আড়াই হাজার বছর আগে তথাগত বুদ্ধ এক বনে তিন মাসব্যাপী বর্ষাবাস অধিষ্ঠান করছিলেন।

এ পূর্ণিমায় এক বুনো হাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে বৌদ্ধ দান করতে দেখে। একটি বানর মৌচাকের মধু সহ নিয়ে তপস্যা রত বুদ্ধকে মৌচাক সহ মধু দান করেছিল। বানরের দান করা মধু গ্রহণ করে বুদ্ধ পরিতৃপ্তি লাভ করেন। মূলত এ ঘটনাকে স্মরণ করেই বৌদ্ধ ধর্মাবলম্বীরা দিনটিকে মধু পূর্ণিমা হিসেবে পালন করে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ