আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনা সংক্রমণের লাগামহীন বৃদ্ধি অব্যাহত। আগস্টের শুরু থেকেই দেশটিকে প্রায় প্রতিদিন ৬০ হাজারের বেশি মানুষ নতুন করে করোনা আক্রান্ত হচ্ছিলেন। সেই ধারা অব্যাহত থাকল বৃহস্পতিবারও।
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনার কবলে পড়লেন প্রায় ৬৫ হাজার মানুষ। তবে আক্রান্তের থেকেও বেশি উদ্বেগজনক হল এদিনের মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে হাজারেরও বেশি মানুষের।
শুক্রবার সকালে দেশটির স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ৬৪ হাজার ৫৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা কিনা গতকালের থেকে খানিকটা কম। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ লাখ ৬১ হাজার ৯৯১ জন। এদের মধ্যে ১৭ লাখ ৫১ হাজার ৫৫৬ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় প্রায় ৫৬ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়েছেন। এটিও রেকর্ড।
দেশটিতে এখনও চিকিৎসাধীন ৬ লাখ ৬১ হাজার ৫৯৫ জন করোনা রোগী। সংক্রমণের নিরিখে এখনও বিশ্বে তৃতীয় স্থানে ভারত। তবে শুধু আগস্ট মাসের সংক্রমণের নিরিখে আমেরিকা এবং ব্রাজিলকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে তারা।