• বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
দেড় যুগ পর মানিকছড়িতে বড়সড় শোডাউনে বিএনপি’র সম্প্রীতি সমাবেশের প্রস্তুতি সভা পাহাড়ি ৩ কন্যার দরজা খোলে গেল মুখরিত হবে দর্শনীয় স্থান নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে বান্দরবানে অভিযান চিতলমারীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার মাটিরাঙ্গায় ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত প্রশাসনের উদ্যোগে নানিয়ারচর জোন অধিনায়কের বিদায় ও বরণ অনুষ্ঠিত আগুনে ক্ষতিগ্রস্ত রাইখালীর দুর্গম হাফছড়ির বাসিন্দা পাইসাউ মারমার পাশে সেনাবাহিনী কেপিএম কয়লার ডিপু এলাকায় আগুনে পুড়ল বসতবাড়ি  নোয়াখালীতে ১৭টি আগ্নেয়াস্ত্র,২৭৭ রাউন্ড গুলি-মাদকসহ গ্রেপ্তার-৫ মহালছড়িতে বজ্রপাতে নিহত এক বৃদ্ধ গোয়ালন্দে নবাগত ডিসি জাহিদুল ইসলাম — “জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

মহালছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় ওয়াদুদ ভূইয়া

শফিক ইসলাম, মহলছড়ি প্রতিনিধি : / ২৪১ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

শফিক ইসলাম, মহলছড়ি প্রতিনিধি :

শনিবার (২৬ অক্টোবর) ৩ টায় উপজেলাস্থ মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল,কৃষকদল,তাতীদল,শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

সভায় মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি জনাব আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সম্মানিত সভাপতি জননেতা জনাব ওয়াদুদ ভূইয়া।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব এম এন আবছার।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, সহ-সভাপতি জনাব মংসুইথোয়াই চৌধুরী,যুগ্ন-সম্পাদক জনাব এড.মালেক মিন্টু,জনাব মোশারফ হোসেন, জনাব অনিমেষ চাকমা রিংকু, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ হোসেন বাবু।

বক্তব্যকালে জেলা বিএনপির সভাপতি জনাব ওয়াদুদ ভূইয়া বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গণতন্ত্র, অর্থনীতি, মানবাধিকার ও বাক-স্বাধীনতাসহ মানুষের মৌলিক অধিকার হরণ করেছিল। যারা ন্যায্য অধিকার চেয়েছিল তাদের উপরই হামলা-মামলা দেয়া হয়েছে। এমনকি গুম খুনও করা হয়েছে। দেশের সব ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। দেশ নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে।

তিনি এই স্বাধীনতা ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পাশাপাশি চাঁদাবাজি, লুটপাট বা কাউকে যেন হয়রানি না করা হয় সেদিকে নেতাকর্মীদের সজাগ থাকতে আহবান জানান।

উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বক্তব্যকালে বলেন, দীর্ঘ ১৮ বছর পর বিএনপি মুক্ত পরিবেশে সাংগঠনিক সভা করতে পারছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সাধারণ মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। তাদের পতনের মধ্য দিয়ে সাধারণ মানুষ বাকস্বাধীনতা ফিরে পেয়েছে। বিএনপি জনগণের দল, ছিলো এবং থাকবে।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এর সঞ্চালনায় সাংগঠনিক সভাটির সার্বিক তত্বাবধান করেন উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক আব্দুল সাত্তার, সভায় ফাঁকে ফাঁকে তিনি জ্বালাময়ী স্লোগান দিয়ে নেতা কর্মীদের উজ্জিবিত করতে দেখা যায়।

বিশেষ অতিথিদের আগে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি জনাব আহাদ মিয়া,উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব শরীফুল ইসলাম,সেচ্ছাসেবক দলের আহব্বায়ক নুরুল ইসলাম ছাত্রদলের আহ্বায়ক হেলাল উদ্দিন,মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনু মারমা প্রমুখ।

সাংগঠনিক সভায় আরো উপস্থিত ছিলেন মহিলা দলের সভানেত্রি কুহেলী চাকমা, জেলা ছাত্রদলের সভাপতি সাহেদুল হোসেন সুমন, সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক একরাম হোসেন রানা, সদস্য সচিব হৃদয় নুর প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ