মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার (রাঙ্গামাটি)
আন্তর্জাতিক যুব দিবস ২০২৪ কে কেন্দ্র করে ইয়্যুথ ভলেন্টিয়ার ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন করেছে।
১২ই আগস্ট সোমবার রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচি সম্পন্ন করে পরবর্তীতে আলোচনা সভার আয়োজন করেছে সংগঠনটি।
উক্ত অনুষ্ঠানটি ইয়্যুথ ভলেন্টিয়ার ফাউন্ডেশন’র সহ-প্রতিষ্ঠাতা মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে আয়োজিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য জয়নুল আবেদিন আসিফ, মোঃ সাইফুল ইসলাম, মোঃ শাকিবুল ইসলাম (সাকু) সহ আরো অনেকে। তাছাড়া অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও ছাত্র প্রতিনিধীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সহ-প্রতিষ্ঠাতা মোঃ শহিদুল ইসলাম বলেন, বর্তমান বিশ্বে যুবরাই হচ্ছে মূল চালিকাশক্তি। যুবরাই পারে একটি দেশ ও জাতিকে উন্নতি চরম শিকড়ে পৌঁছে দিতে। ইয়্যুথ ভলেন্টিয়ার ফাউন্ডেশন জলবায়ু নিয়ে কাজ করে থাকে। জলবায়ু পরিবর্তনের ফলে মানুষ সহ সকল প্রাণীকুলের অস্তিত্ব হুমকির মুখে। আমরা এর প্রতিকারের জন্য কাজ করে থাকি। জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ দূষণ রুখে দিতে আমরা বদ্ধপরিকর।
তাছাড়া তিনি সংগঠনের বিগত কার্যক্রম এবং সকলের মতামতের ভিত্তিতে চলমান মাসে কর্ম-পরিকল্পনা তুলে ধরেন।