হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ হাতিয়া উপজেলায় এবার ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে ছাত্ররা। আজ শনিবার সকাল থেকে শহরের ব্যস্ততম বিভিন্ন স্পট গুলিতে তারা যানবাহন চলাচলে শৃংখলা নিয়ন্ত্রন ও পরিষ্কার পরিচ্ছন্নতার দ্বায়িত্ব পালন করেন। শহরের মেইন বাসষ্টান্ড, থানার সামনে ও ওছখালী বাজার মোড়ে ট্রাফিক পুলিশের দ্বায়িত্ব পালন করতে দেখা গেছে। এ সময় নৌবাহিনী, আনছার সদস্যরা ও তাদের সাথে ছিলেন। স্বেচ্ছায় এমন দ্বায়িত্ব পালন করায় সাধারণ জনতা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। শহরের মেইন বাসষ্টান্ডে মুখে বাশি নিয়ে ট্রাফিক পুলিশের মত দ্বায়িত্ব পালন করছেন হাতিয়ার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।
ছাত্ররা জানায়, পুলিশের কোন সদস্য এখন রাস্তাতে নামছে না। এতে সড়কে শৃংখলা ভেঙ্গে যানজটে সাধারণ মানুষকে দূর্ভোগ পোহাতে হচ্ছিল। এজন্য তারা স্বেচ্ছায় সড়কে নেমে এসে যানবাহন চলাচলে শৃংখলা নিয়ন্ত্রনের কাজ করছে। এছাড়াও স্কাউট দল ও তারা নিজ নিজ অভিজ্ঞতার আলোকে ছাত্রদের সাথে যোগ দিয়ে দিক নির্দেশনা ও সহযোগিতা করতে দেখা গেছে।