• বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কাপ্তাইয়ে ইউএনও এর বিদায় সংবর্ধনা নেত্রকোনায় জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিনে হিমু উৎসব জনগণের মন জয় করাই বিএনপি’র রাজনীতির লক্ষ্য মানিকছড়িতে ‘সম্প্রীতির বিশাল সমাবেশে’ ওয়াদুদ ভূঁইয়া গুইমারায় সেনাবাহিনীর উদ্যোগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান খাগড়াছড়িতে মাদকের ভয়াবহতা সম্পর্কে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত আন্দোলনে ঐক্যবদ্ধভাবে শামিল হতে হবে- ব্যারিস্টার মীর মো: হেলাল উদ্দিন স্বাস্থ্য সেবার মানোন্নয়নে নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত  জেএএফএস’র সহযোগিতায় মাইসছড়িতে ত্রাণ পেলো এক হাজার পরিবার রাঙামাটি শহীদ মিনারে জেলা পরিষদের শ্রদ্ধা নিবেদন গুইমারায় মাদক দ্রব্য ইয়াবা সহ গ্রেফতার ২ কংলাক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাজেক উন্নয়ন ফোরাম কর্তৃক শিক্ষাসামগ্রী বিতরণ

বিএনসসিসি নৌ উইং ও নৌ স্কাউটস এর তৎপরতায় : কাপ্তাই এবং লিচুবাগানে সড়কে শৃঙ্খলা 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: / ১৪০ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

 

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর( বিএনসিসি) সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর বিএনসিসি প্লাটুন এবং  বাংলাদেশ স্কাউটস এর নির্দেশনা মোতাবেক কাপ্তাই নৌ স্কাউটস এর সদস্যরা   সারাদেশের ন্যায় রাঙামাটির কাপ্তাই উপজেলা সদর, রেশম বাগান চেক পোস্ট এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার   লিচুবাগান এলাকায় গত বৃহস্পতিবার(৮ আগস্ট)  হতে ট্রাফিক কন্ট্রোল ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন।
যার ফলে কাপ্তাই উপজেলা সদর, রেশম বাগান, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ব্যস্ততম এলাকা  লিচুবাগানে কাপ্তাই – চট্টগ্রাম  সড়কে শৃঙ্খলা ফিরে এসেছে।

এদিকে শুক্রবার  (৯ আগস্ট)   সকাল ৯ টা হতে ১১ টা পর্যন্ত  লিচুবাগান, কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি এবং রেশমবাগান এলাকায় গিয়ে দেখা যায়,  কাপ্তাই নৌ  স্কাউটস এর ৪০ জন সদস্য উভয় এলাকায় দায়িত্ব পালন করছেন। এসময় সড়কে ডিভাইডার দিয়ে স্কাউট এর সদস্যরা সু- শৃঙ্খলভাবে গাড়ি চলাচল করতে চালকদের অনুরোধ করছেন। পাশাপাশি হেলমেট পড়ে মোটরসাইকেল আরোহীদের  সড়কে মোটরসাইকেল চলাতে উৎসাহ প্রদান করছেন।

কথা হয় লিচু বাগান এলাকার  সিএনজি চালক মো: শরীফ ,  দিলিপ মুহুরী এবং মো: ইউনুস এর সাথে।  তাঁরা জানান,  এখন সড়কে শৃঙ্খলা ফিরে এসেছে। চালকরা যত্রতত্র গাড়ি পার্কিং করে না, মূল সড়কে গাড়ি রেখে যাত্রী তুলে না।

পথচারী মো: আনিছুর রহমান,  মো: ইকবাল, সুভাষ বড়ুয়া জানান, এখন অনেক স্বস্তি নিয়ে চলাফেরা করতে পারছি। সড়কে কোন যানজট নেই।

কাপ্তাই  জেলা নৌ স্কাউটস লিডার এম মনজুরুল ইসলাম জানান,  গতকাল বৃহস্পতিবার হতে কাপ্তাই জেলা নৌ স্কাউটস এবং বিএনসিসির নৌ উইং সড়কে শৃঙ্খলা ফিরে আনতে এবং পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে কাজ করে আসছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ