• রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
আমিরাবাদ ইউনিয়নে আকিজ-মনোয়ারা ট্রাস্টের ফ্রি মেডিক্যাল ক্যাম্প রাণী দয়াময়ী স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ খালেদা জিয়াকে চিকিৎসা নিতে দেয়া হয়নি, এখন হাসিনার চিকিৎসা করবে কে? – সাবেক এমপি হাবিব বিএনপির আগামীর রাজনীতি হবে বাংলাদেশের মানুষ ও তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে- আমীর খসরু বানভাসিদের জন্য রাজারবাগ দরবার শরীফের মেডিকেল ক্যাম্পেইন খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সাত দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছে রেড ক্রিসেন্ট আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত কাচালং নদীতে গোসল করতে নেমে এক কিশোরী নিখোজ নবীনগরে উস্তাদ আলাউদ্দিন খাঁ,র ৫২ তম মৃত্যু বার্ষিকী পালন মানিকছড়িতে মারমা কল্যাণ সমিতির মতবিনিময় ও আলোচনা সভা মানিকছড়িতে মারমা ঐক্য পরিষদের মতবিনিময় সভা জেলার ত্রাণ তহবিলে নানিয়ারচর বিএনপির অর্থ জমা

বিএনসসিসি নৌ উইং ও নৌ স্কাউটস এর তৎপরতায় : কাপ্তাই এবং লিচুবাগানে সড়কে শৃঙ্খলা 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: / ১০৭ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

 

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর( বিএনসিসি) সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর বিএনসিসি প্লাটুন এবং  বাংলাদেশ স্কাউটস এর নির্দেশনা মোতাবেক কাপ্তাই নৌ স্কাউটস এর সদস্যরা   সারাদেশের ন্যায় রাঙামাটির কাপ্তাই উপজেলা সদর, রেশম বাগান চেক পোস্ট এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার   লিচুবাগান এলাকায় গত বৃহস্পতিবার(৮ আগস্ট)  হতে ট্রাফিক কন্ট্রোল ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন।
যার ফলে কাপ্তাই উপজেলা সদর, রেশম বাগান, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ব্যস্ততম এলাকা  লিচুবাগানে কাপ্তাই – চট্টগ্রাম  সড়কে শৃঙ্খলা ফিরে এসেছে।

এদিকে শুক্রবার  (৯ আগস্ট)   সকাল ৯ টা হতে ১১ টা পর্যন্ত  লিচুবাগান, কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি এবং রেশমবাগান এলাকায় গিয়ে দেখা যায়,  কাপ্তাই নৌ  স্কাউটস এর ৪০ জন সদস্য উভয় এলাকায় দায়িত্ব পালন করছেন। এসময় সড়কে ডিভাইডার দিয়ে স্কাউট এর সদস্যরা সু- শৃঙ্খলভাবে গাড়ি চলাচল করতে চালকদের অনুরোধ করছেন। পাশাপাশি হেলমেট পড়ে মোটরসাইকেল আরোহীদের  সড়কে মোটরসাইকেল চলাতে উৎসাহ প্রদান করছেন।

কথা হয় লিচু বাগান এলাকার  সিএনজি চালক মো: শরীফ ,  দিলিপ মুহুরী এবং মো: ইউনুস এর সাথে।  তাঁরা জানান,  এখন সড়কে শৃঙ্খলা ফিরে এসেছে। চালকরা যত্রতত্র গাড়ি পার্কিং করে না, মূল সড়কে গাড়ি রেখে যাত্রী তুলে না।

পথচারী মো: আনিছুর রহমান,  মো: ইকবাল, সুভাষ বড়ুয়া জানান, এখন অনেক স্বস্তি নিয়ে চলাফেরা করতে পারছি। সড়কে কোন যানজট নেই।

কাপ্তাই  জেলা নৌ স্কাউটস লিডার এম মনজুরুল ইসলাম জানান,  গতকাল বৃহস্পতিবার হতে কাপ্তাই জেলা নৌ স্কাউটস এবং বিএনসিসির নৌ উইং সড়কে শৃঙ্খলা ফিরে আনতে এবং পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে কাজ করে আসছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ