সাইফুর রহমান পারভেজ,রাজবাড়ী প্রতিনিধি।।
রাজবাড়ীর দৌলতদিয়া টু কুষ্টিয়া আঞ্চলিক মহা সড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আরও দশজন আহত হয়েছে।আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার (২রা আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে,দৌলতদিয়া থেকে কুষ্টিয়াগামী একটি বাস মুরগী ফার্ম এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক দুপাশে রাস্তার নিচে খালের মধ্যে গিয়ে পড়ে এবং উভয় যানবাহনের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ঘটনা স্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহতের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নেবার পর চিকিৎসক একজনকে মৃত্যু ঘোষণা করে। আহত অন্যদেরকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।