মিন্টু কান্তি নাথ রাজস্থলী প্রতিনিধি।
রাঙামাটির রাজস্থলী উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বুধবার (৩১ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ: ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে এদিন সকাল ১০ টায় উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করে পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে র্যালীটি রাজস্থলী সড়ক প্রদক্ষিণ করে রাজস্থলী উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।র্যালী শেষে রাজস্থলী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্রের সভাপতিত্ব করেন।
এসময় প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা।এসময় বিশেষ অতিথির ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকার,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান গৌতমী খিয়াং, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, সহকারী বিআরডিবি অফিস টিটু চোধুরী সহ সরকারী বেসরকারী কর্মকর্তা ও এলাকার মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন ।
এসময় বক্তব্য রাখেন মাছ ব্যবসায়ী নুরনবী।
আলোচনা শেষে রাজস্থলী উপজেলা পর্যায়ে সফল তিনজন মৎস্যচাষীকে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।এদিকে মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য বিষয়ক প্রামাণ্য চিত্র প্রর্দশন করা হয়।
প্রসঙ্গত: এই বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য হলো ” ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ “