• বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ছাত্রদলের পক্ষ হতে সহায়তা প্রদান কাপ্তাই তারুণ্যের মেলার দ্বিতীয় দিনে পুষ্টি বিষয়ক কর্মশালা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান রাজস্থলী শিলছড়িতে আগুনে পুড়ে তিন বসতঘর ছাই রামগড় থানা পুলিশের অভিযানে  আওয়ামীলীগের ২ নেতাকর্মী গ্রেফতার গুইমারায় যুবলীগ নেতা আটক রাঙ্গামাটিতে দিনব্যাপী নানান কর্মসূচির মধ্যদিয়ে তথ্যমেলা-২০২৫ সম্পন্ন ৩ দিনব্যাপী কাপ্তাইয়ে তারুণ্যের মেলা উদ্বোধন সারাদেশে ন্যায় বাঘাইছড়িতে বিএনপির সদস্য নবায়ন শুরু আগুনে পুড়ে ছাই মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা ও এতিমখানা উন্মুক্ত হলো দেবতাখুম  স্বপ্ননের পর্যটনকেন্দ্র দীঘিনালায় ছাত্র লীগের নেতা গ্রেপ্তার পদ্মায় ধরা পড়লো ২০ কেজির বাঘাইড় মাছ

কাপ্তাই বিএসপিআই শিক্ষার্থীদের ওপর ফের হামলা, ৪ জন আহত

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: / ১৫১ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

 

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এর শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার পর এবার স্থানীয় লোকজনের সাথে মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টার পর কাপ্তাই নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানা যায়, কাপ্তাই নতুন বাজার এলাকার স্থানীয় লোকজন এবং ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে বিএসপিআই শিক্ষার্থীদের সাথে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে কয়েকজন লাঠিসোঠা নিয়ে বিএসপিআই শিক্ষার্থীদের ওপর হামলা শুরু করে। এই ঘটনায় বিএসপিআই এর ৭ থেকে ৮ জন শিক্ষার্থী আহত হয়। তৎমধ্যে ৪ জন শিক্ষার্থী গুরুতর আহত হলে তাদের কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

আহত ৪ শিক্ষার্থীর নাম বিএসপিআই এর কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি ডিপার্টমেন্ট এর ষষ্ঠ পর্বের শিক্ষার্থী পবন চন্দ্র নাথ (২০), সিভিল উড ডিপার্টমেন্টের ২য় পর্বের ছাত্র আদিত্য তালুকদার (১৮), সিভিল উড ডিপার্টমেন্টের ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ (২০), ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগের ৬ষ্ট পর্বের ছাত্র তাহসিন কবির রাতুল (২০)।

এবিষয়ে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, আহত অবস্থায় ৪ জন শিক্ষার্থী হাসপাতালে আসে। তৎমধ্যে ৩ জন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে। এছাড়া একজন শিক্ষার্থী হাসপাতালে অবস্থান করছে।

এদিকে এই ঘটনার পর থেকে কাপ্তাই লকগেইট, নতুন বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে ছুটে গেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন, কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ জাহেদুল ইসলাম, কাপ্তাই থানার ওসি আবুল কালাম। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

এবিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দীন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে আমি এবং কাপ্তাই উপজেলা চেয়ারম্যান সার্বক্ষনিক মনিটরিং করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ