সাইফুর রহমান পারভেজ, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে সাড়ে ৬গ্রাম হেরোইনসহ দৌলতদিয়া বাজারস্থ মন্দির এলাকা থেকে নুরু খাঁ (৪৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক গোয়ালন্দ পৌর শহরের ২নং ওয়ার্ড দেওয়ান পাড়া’র মৃত জয়দার খাঁ’র ছেলে।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস।
এর আগে বুধবার (১০ জুলাই) দিবাগত রাত ৯ টার দিকে উপজেলাধীন উত্তর দৌলতদিয়া বাজারস্থ মন্দিরের পাশে কালাম ট্রেইলার্স এন্ড ফেব্রিক্স এর সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে ৬ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করা হয়।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।