• বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ছাত্রদলের পক্ষ হতে সহায়তা প্রদান কাপ্তাই তারুণ্যের মেলার দ্বিতীয় দিনে পুষ্টি বিষয়ক কর্মশালা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান রাজস্থলী শিলছড়িতে আগুনে পুড়ে তিন বসতঘর ছাই রামগড় থানা পুলিশের অভিযানে  আওয়ামীলীগের ২ নেতাকর্মী গ্রেফতার গুইমারায় যুবলীগ নেতা আটক রাঙ্গামাটিতে দিনব্যাপী নানান কর্মসূচির মধ্যদিয়ে তথ্যমেলা-২০২৫ সম্পন্ন ৩ দিনব্যাপী কাপ্তাইয়ে তারুণ্যের মেলা উদ্বোধন সারাদেশে ন্যায় বাঘাইছড়িতে বিএনপির সদস্য নবায়ন শুরু আগুনে পুড়ে ছাই মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা ও এতিমখানা উন্মুক্ত হলো দেবতাখুম  স্বপ্ননের পর্যটনকেন্দ্র দীঘিনালায় ছাত্র লীগের নেতা গ্রেপ্তার পদ্মায় ধরা পড়লো ২০ কেজির বাঘাইড় মাছ

বাউল শিল্পী সূচনা শেলীকে হত্যার হুম‌কি, থানায় অ‌ভিযোগ

সাইফুর রহমান পারভেজ, রাজবাড়ী প্রতিনিধি: / ১৯৭ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

সাইফুর রহমান পারভেজ, রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীতে দেশের খ্যাতনামা লালন ও বাউল সংগীত শিল্পী সে‌লিনা আক্তার ওরফে সূচনা শেলীকে (৩০) গু‌লি করে হত্যার হুম‌কির অ‌ভিযোগ উঠেছে সজল ফ‌কির ওরফে সেতু (৩২) নামে এক প্রতিবেশী বখাটের বিরুদ্ধে।

এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে সোমবার (৮ জুলাই) রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দেন সূচনা। সূচনা শেলী রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের লক্ষিকোল গ্রামের মৃত আব্দুল জলিল সরদারের মেয়ে ও অ‌ভিযুক্ত সেতু একই এলাকার ইউসুফ ফ‌কিরের ছেলে। লিখিত অ‌ভি‌যোগে সূচনা শেলী উল্লেখ করেন, সূচনা শেলী একজন লালন ও বাউল সংগীত শিল্পী। যে কারণে মাঝে মধ্যে তাকে দেশ ও বিদেশের বিভন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বাড়ির বাইরে থাকতে হয়। বাড়িতে তার মা হাবিরব নেছা (৬৫) বসবাস করেন। মাঝে মধ্যে তি‌নি বাড়িতে এলে এলাকার ইয়াবা ব্যবসায়ী, উশৃঙ্খল বখাটে, অস্ত্রধারী সন্ত্রাসীসহ নানা অভিযোগে অভিযুক্ত ধর্ষণ মামলার আসামি সজল ফকির ওরফে সেতু তার বাড়িতে বিনা অনুম‌তিতে প্রবেশ করে। তি‌নি ও তার পরিবারের সদস্যরা নিষেধ করায় ইতোপূর্বে দুইবার তাদের সঙ্গে খারাপ আচরণ এবং মারপিট করার চেষ্টা করে সেতু।

গত রোববার (৭ জুলাই) রাত ৮ টার দিকে সেতু তাদের বাড়িতে ঢোকে এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ ও গালাগাল করতে থাকে। সে সময় তি‌নি সেতুকে নিষেধ করতেই সে তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগাল করে। সেই সঙ্গে তার শরীরে আঘাত করার চেষ্টা করে এবং তা‌কে গুলি করে হত্যার হুমকি দেয়। ওই অবস্থায় তাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে পুনরায় হত‌্যার হুমকি দিয়ে চলে যায় সেতু। ওই ঘটনার পর থেকে তি‌নিসহ তার ছোট বোন সাবিনা আক্তার ও মা হাবিরব নেছা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছেন। যার কারণে তি‌নি থানায় অ‌ভিযোগ করেছেন।

এ প্রসঙ্গে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ও‌সি) মো. ইফতে খারুল আলম প্রধান বলেন, এ বিষয়ে লিখিত একটি অ‌ভিযোগ পেয়ে‌ছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ