• বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
পানছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ জন আটক গুইমারায় আওয়ামী লীগ নেতা আটক গুইমারায় একজনকে অপহরণ, থানায় অভিযোগ খাগড়াছড়িতে সাংবাদিকদের যৌথ সিদ্ধান্তে অনুষ্ঠিত জরুরী সভায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সংবাদ বয়কট অপারেশন ডেভিল হান্ট অভিযানে রামগড়ে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২ পটিয়ায় রংধনু ফাউন্ডেশন ক্রিকেট চ্যাম্পিয়নশীপের উদ্বোধন পটিয়ায় পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা, নারীসহ পরিবারের সদস্যদের মারধর কাপ্তাইয়ে বাংলাদেশ ব্যাংক কলোনি স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস উদ্বোধন রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও সিগারেট জব্দ ফের চকরিয়ার ফাঁসিয়া খালীতে হাতির রহস্যময় মৃত্যু  রামগড় ৪৩ বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণে সনদপত্র বিতরণ দৌলতদিয়া পদ্মা নদীতে ইলিশ সংরক্ষণে বাধ অপসারণ

পাহাড়িদের আর্থ-সামাজিক উন্নয়নে রাঙামাটিতে হাঁস- মুরগি পালন বিষয়ক কর্মশালা

মোঃ হাবীব আজম, ব্যুরো প্রধান, রাঙামাটি: / ১১২ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

 

মো: হাবীব আজম, ব্যুরো প্রধান, রাঙামাটি:

পাহাড়ে বসবাসরত পাহাড়ি-বাঙালিদের আর্থ- সামাজিক উন্নয়নে বিভিন্ন সময়ে নানা জনকল্যাণমুখী পদক্ষেপ গ্রহন ও বাস্তবায়ন করে যাচ্ছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় এবার পার্বত্য জেলা রাঙামাটিতে বসবাসরত পাহাড়ি- বাঙালিদের নিয়ে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া কর্মশালায় প্রশিক্ষণ নেয়া লোকজনের মাঝে প্রণোদনা হিসেবে হাঁস-মুরগিও বিতরণ করা হয় এদিন।

আজ সোমবার (৮ জুলাই) বিকেলে রাঙামাটি সেনা রিজিয়নের ১১৫ বিএসসির এমটি শেডে অনুষ্ঠিত কর্মশালায় সেনাবাহিনীর রাঙ্গামাটি সদর জোন ও এএসইউ রাঙ্গামাটি শাখার পৃষ্ঠপোষকতায় এবং সিএইচটি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সমন্বয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন অধিনায়ক শাখা এএসইউ রাঙ্গামাটি লেঃ কর্নেল মোহাম্মদ আল মামুন সুমন।

এসময় সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন অধিনায়ক লেঃ কর্নেল এরশাদ হোসেন চৌধুরী ছাড়াও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ ফজলুল হক, জেলা ভেটেরিনারি সার্জ দেবরাজ চাকমা, সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সুলতানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কর্মশালা শেষে উপস্থিত উপকারভোগীদের মাঝে প্রণোদনা হিসেবে হাঁস-মুরগি বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, পাহাড়ে বসবাসরত পাহাড়ি- বাঙালিদের আর্থ-সামাজিক উন্নয়নে ভবিষ্যতেও এমন জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ