সাইফুর রহমান পারভেজ, রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর গোয়ালন্দে সাড়ে ৫ গ্রাম হেরোইনসহ মোঃ মনির হোসেন (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা। সে মানিকগঞ্জ জেলার হরিরামপুর চালা ইউনিয়নের সাপাইর চাঁনপুর গ্রামের করম আলী ওরফে করিমের ছেলে।
সোমবার (৮ জুলাই) সকাল ৮ টার দিকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার সকালে জেলা পুলিশের গোয়েন্দা শাখার এসআই মিলন চন্দ্র বর্মন এর নেতৃত্বে একটি চৌকস টিম গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে জনৈক শহিদ শেখ এর নতুন বাড়ী নির্মানাধীন দেওয়াল পাকা ঘরের ২য় কক্ষের ভিতর থেকে হেরোইন বিক্রয় কালে তাকে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা সাড়ে ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে।
জেলা পুলিশ গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান বলেন, ধৃত আসামী একজন পেশাদার মাদক কারবারি। ইতোপূর্বে তার বিরুদ্ধে আরও দুটি মামলার তথ্য পাওয়া যায়। ধৃত আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়ছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।