সাইফুর রহমান পারভেজ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দে ৬ বছরের সশ্রম কারাদÐপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামীসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ জুলাই) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস
গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার মৃত আব্দুর রহমান শেখের ছেলে হাসেম শেখ ওরফে শেখ হাসেম (৪৫) ও দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়ার আজাদ মিয়ার ছেলে মোঃ সাইদুল শেখ (৪০)।
ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস ওই বিজ্ঞপ্তিতে জানান, শনিবার (৬ জুলাই) দিনগত রাতে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে জিআর সাজা নং ২০৭/২২ এর সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী হাসেম শেখ ওরফে শেখ হাসেম ও জিআর নং ১৬৩/২৩ এর পরোয়ানাভুক্ত আসামী মোঃ সাইদুল শেখকে গ্রেপ্তার করে আজ রোববার (৭ জুলাই) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।